Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

শ্বশুর, শাশুড়িকে নিয়ে রঙের উৎসবে মাতলেন দেশী গার্ল প্রিয়াঙ্কা চোপড়া

Updated :  Monday, March 29, 2021 7:28 PM

দোল উৎসব সমস্ত ভারতীয়ের ক্ষেত্রে বেশ আনন্দের একটি উৎসব। এই উৎসবে সকল ভারতবাসী আনন্দ করে থাকেন। তিনি যদি বাইরেও কোথাও থাকেন, তাহলে তিনি সেখান থেকেই এই উৎসব উদযাপন করার চেষ্টা করেন। আর সেলিব্রিটি হলে তো আর কোনো কথাই নেই। এবারের দোল অনেকটা সাদামাটা হলেও সকলে নিজেদের মতো এই দোল উৎসবে আনন্দ করেছেন। মুম্বাই থেকে দূরে সুদূর লন্ডনে এবারে দোলের উৎসব উদযাপন করলেন বলিউডের দেশী গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। তার সঙ্গে ছিলেন তার স্বামী নিক জনাস এবং তার শ্বশুর ও শাশুড়ি।

ইনস্টাগ্রামে এই দোল উৎসবের সমস্ত ছবি তিনি আপলোড করে দিয়েছেন। সঙ্গে দিয়েছেন বেশ দুর্দান্ত ক্যাপশন। ক্যাপশনে তিনি লেখেন, “হোলি রঙের উৎসব এবং এটি আমাদের খুব প্রিয় একটি অনুষ্ঠান। এই হোলির দিনটা আমরা আমাদের প্রিয়জনদের সাথে উদযাপন করে থাকি তবে এবারের হোলি বাড়িতে। সকলকে জানাই হ্যাপি হোলি!”

তিনি এই ক্যাপশনে মাধ্যমে একাধারে নিজেদের হোলি খেলার মুহূর্ত সকলের সাথে ভাগ করে নিলেন, আবার তার ভক্তদের করোনা আবহে ভালো থাকার পরামর্শ দিলেন। ইনস্টাগ্রামে নিজেদের ঘরোয়া হোলির সেলিব্রেশনে নিজেদের বেশ কিছু মুহূর্ত ভাগ করে নিয়েছেন নিক এবং প্রিয়াঙ্কা। হাতে সুবিশাল পিচকারি নিয়ে নিক কে জড়িয়ে ধরে পোজ দিয়েছেন প্রিয়াঙ্কা। সাথেই এই ছবিতে ছিলেন তার শাশুড়ি ডেনিস মিলার জোনাস এবং শ্বশুর মশাই পল কেভিন জোনাস।