গল্পগুজব এবং আলাপ-আলোচনার আড্ডাতে সর্বদা জায়গা করে নেয় বলিউড। ভারতের জনগণের মধ্যে বলি তারকাদের প্রতি ক্রেজটা একটু অন্যরকম। তাই তো ৯০ এর দশকে শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে এই বলি ইন্ডাস্ট্রি। সোশ্যাল মিডিয়াতে চর্চার কেন্দ্রবিন্দুতে আসে তারকাদের ক্যারিয়ার থেকে শুরু করে ব্যক্তিগত জীবন সবকিছুই। এই বলি জগতের অত্যন্ত জনপ্রিয় এক অভিনেত্রী হলেন ঐশ্বর্য রায় বচ্চন। অমিতাভ বচ্চনের পুত্রবধূ এবং নিজেও একাধিক হিট হিন্দি সিনেমাতে কাজ করে ভারতীয় দর্শকদের মধ্যে নিজের পরিচিতি ধরে রেখেছেন অভিনেত্রী।
বলিউডের তাবড় তাবড় অভিনেত্রীদের তালিকায় রয়েছেন ঐশ্বর্য রায় বচ্চন। নিজেদের অভিনয় দক্ষতা হোক কি, তারকা পরিবারের গল্প হোক, বচ্চন পরিবার গোটা ভারতে জনপ্রিয়। তবে বর্তমানে খুব একটা বেশি সিনেমার জগতে দেখা যায় না ঐশ্বর্য রায় বচ্চনকে। এখন বেশ সুখেই সংসার করছেন ঐশ্বর্য্য রায় বচ্চন ও অভিষেক বচ্চন। তবে আপনি কি জানেন তাঁদের বিয়ের আগে অভিষেক বচ্চন অন্য একজন বলিউড অভিনেত্রীর প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন। কে সেই অভিনেত্রী?
ঐশ্বরিয়াকে বিয়ে করার আগে অভিষেক বচ্চন একজন বলিউড অভিনেত্রীকে ভালোবাসতেন এবং তাঁকে নিজের হৃদয় দিয়েছিলেন। বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সুন্দর দম্পতি, ঐশ্বরিয়া এবং অভিষেক শীঘ্রই আলাদা হতে পারেন এই কারণেই। আসলে, সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়া অভিষেক বচ্চনের সাথে এমন সম্পর্কের কথা বলেছেন, যা খুব কম মানুষই জানেন। কি বলেছেন প্রিয়াঙ্কা চোপড়া?
প্রিয়াঙ্কা চোপড়া বলেছেন যে ঐশ্বরিয়া রাইকে বিয়ে করার আগে বলিউড অভিনেত্রী রানি মুখার্জির প্রতি অভিষেকের ক্রাশ ছিল। তিনি আরও বলেছিলেন যে পার্টিশন এবং বান্টি ছবির সময়, অভিষেক বচ্চন রানী মুখার্জিকে খুব ভালোবাসতেন এবং তিনি তাকে তার হৃদয় দিয়েছিলেন। কিন্তু অভিষেক বাবার ভয়ে তিনি রানি মুখার্জির কাছে তার ভালবাসা প্রকাশ করতে পারেননি। প্রিয়াঙ্কার এই বক্তব্যের পরে অভিষেক বচ্চন নিজেই তাঁর এবং রানি মুখার্জির সম্পর্কের সত্যতা স্বীকার করেন।














Amanda Seyfried Describes Socialism as ‘A Gorgeous Idea’ While Discussing New Film