Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কালো শাড়িতে লাস্যময়ী মোহময়ী ‘দেশি গার্ল’, নতুন মায়ের রূপ দেখে রীতিমতো বোল্ড আউট ভক্তরা

Updated :  Sunday, March 27, 2022 8:20 AM

কয়েকমাস আগে সারোগেসির মাধ্যমে কন্যা সন্তানের অভিভাবক হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। নিজেদের বাবা-মা হওয়ার খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই সকলকে জানিয়েছিলেন তারা। যার মাধ্যমে তারা সারোগেট অভিভাবক হয়েছিলেন তার নাম আজীবন অপ্রকাশিত রাখবেন বলেই জানিয়েছেন। তবে মা হওয়ার পর একেবারে বদলে গিয়েছেন অভিনেত্রী। মা হওয়ার পর থেকেই তার চোখে-মুখে সেই উচ্ছ্বাস দেখা যাচ্ছে প্রতি মুহূর্তে। সম্প্রতি একটি কালো শিফন শাড়িতে দেখা দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। তার রূপে রীতিমতো মহিত গোটা নেটমহল।

কালো শাড়িতে লাস্যময়ী মোহময়ী 'দেশি গার্ল', নতুন মায়ের রূপ দেখে রীতিমতো বোল্ড আউট ভক্তরা

সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়া একটি কালো শিফন শাড়ি ও একটি অফ-শোল্ডার ব্লাউজে দেখা দিয়েছেন। খোলা চুলে, নুড মেকাপে, হাতে ও কানে মানানসই অলংকার পরেছিলেন অভিনেত্রী। এই পোশাকে অভিনেত্রী প্রি-অস্কার ইভেন্ট পরিচালনার দায়িত্বে ছিলেন। তার দিক থেকে রীতিমতো চোখ সরানো যাচ্ছিল না। সম্প্রতি নিজেই এই ছবি নিজের ইনস্টাগ্রামের পাতায় শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। এই ছবি শেয়ার হওয়ার পর থেকেই তা রীতিমতো ঝড়ের গতিতে ভাইরাল হয় নেটনাগরিকদের মাঝে। তার রূপের ছটায় ঘুম উড়েছে তার অধিকাংশ ভক্তদের।

কালো শাড়িতে লাস্যময়ী মোহময়ী 'দেশি গার্ল', নতুন মায়ের রূপ দেখে রীতিমতো বোল্ড আউট ভক্তরা

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই অ্যাক্টিভ প্রিয়াঙ্কা চোপড়া। তিনি প্রায়ই নিজের একাধিক ছবি শেয়ার করে থাকেন নেটমাধ্যমের পাতায় যা নেটিজেনদের মাঝে ভাইরাল হতে খুব একটা বেশি সময় লাগে না। বলিউডের পাশাপাশি হলিউড কাঁপাচ্ছেন এই অভিনেত্রী। যেকোনো ধরনের পোশাকে সাবলীল তিনি। তবে প্রিয়াঙ্কা চোপড়ার শাড়ি পরা ছবিগুলি অন্য ছবিগুলোর তুলনায় একটু বেশিই ভাইরাল হয়, তা বলাই বাহুল্য। সেইরকমই বেশ কয়েকটি ছবি রইল।