Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Priyanka Chopra: সোনালী পোশাকে যেন দেশি ক্লিওপেট্রা প্রিয়াঙ্কা, অভিনেত্রীর রূপেই মুগ্ধ অগণিত মানুষ

Updated :  Friday, January 13, 2023 6:32 PM

প্রিয়াঙ্কা চোপড়া বলিউডের অন্যতম জনপ্রিয় প্রথম সারির অভিনেত্রী। বলিউডের পাশাপাশি হলিউডেও তার জনপ্রিয়তা নেহাতেই কিছু কম নয়। আমেরিকান গায়ক নিক জোনাসের সাথে বিয়ের পর সেই পরিচিতি বেড়েছে দ্বিগুণ। সোশ্যাল মিডিয়ার পাতায় কিংবা ভক্তদের মাঝে তারকা জগতের অন্যতম জনপ্রিয় পাওয়ার কাপেল হিসেবেই পরিচিত তারা। কারণে অকারণে নেটমাধ্যমে চর্চায় থাকেন অভিনেত্রী। চলতি বছরেই সারোগেসির মাধ্যমে অভিভাবক হয়েছেন এই তারকা জুটি। সেই নিয়েও বেশ কিছুটা সময় চর্চায় ছিলেন প্রিয়াঙ্কা-নিক। আপাতত, নিজের সাম্প্রতিক লুকের জন্যই সকলের মাঝে ‘দেশি ক্লিওপেট্রা’ আখ্যা পেলেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস।

উল্লেখ্য সম্প্রতি অভিনেত্রী একটি নামি বিউটি ব্র্যান্ডের প্রচারের সূত্র ধরে রয়েছেন লন্ডনে। আর সেই বিউটি ব্র্যান্ডের প্রচারেই এমন ঝলমলে সোনালী রঙের পোশাকে, নুড গ্লসি মেকাপে ধরা দিয়েছেন তিনি। খুব স্বাভাবিকভাবেই অভিনেত্রীর এই সাম্প্রতিক বোল্ড লুকে চোখ ধাঁধিয়েছে অধিকাংশ নেটজনতার। মুগ্ধ করেছে তার অগণিত ভক্তমহলকেও। আর নিজের এই সাম্প্রতিক বোল্ড গ্ল্যামারাস লুকের জন্যা মিডিয়ার পাতায় চর্চার কেন্দ্রবিন্দুতে বলিউডের দেশি গার্ল।

সাম্প্রতিক অভিনেত্রীর এই রূপের ঝলক ভাইরাল হওয়ার পর থেকেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটমহলের অধিকাংশ। কেউ লিখেছেন সুন্দরী, আবার কেউ অভিনেত্রীকে সম্মোধন করেছেন দেশি ক্লিওপেট্রা হিসেবে। আবার কেউ মুগ্ধ হয়েছেন তার প্রাণোচ্ছল হাসিতে। এই মুহূর্তে লন্ডন থেকে নিজের কাটানো একাধিক মুহূর্তের ঝলকও শেয়ার করে নিতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। আর সেই ঝলক অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই মিলবে।

বর্তমানে শুধুমাত্র অভিনেত্রী হিসেবেই নিজের পরিচয় সীমাবদ্ধ রাখেননি। ব্যবসায়ী হিসেবেও নিজের একটা আলাদা পরিচিতি তৈরি করেছেন অভিনেত্রী। খুলেছেন নিজের প্রোডাকশন হাউজ। তৈরি করেছেন নিজস্ব হেয়ার কেয়ার ব্র্যান্ড। পাশাপাশি হোটেলের ব্যবসাতেও তার সাফল্য কিছু কম আসেনি। বলাই বাহুল্য, এমন একাধিক ব্যবসায় বর্তমানে লিপ্ত রয়েছেন অভিনেত্রী। অভিনয় ও ব্যবসা সামলানোর পাশাপাশি প্রচার চালাচ্ছেন শিশুদের অধিকার ও মেয়েদের শিক্ষার জন্য।

কয়েকদিন আগে নিজের লস অ্যাঞ্জেলেসের বিলাসবহুল বাড়িতে প্যান নলিনের ‘দ্য লাস্ট ফিল্ম শো’এর একটি বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেছিলেন অভিনেত্রী। এই গুজরাতি ছবি ২০২৩’এ আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে অস্কারের জন্য মনোনয়ন পেয়েছে। উল্লেখ্য, প্রিয়াঙ্কা চোপড়া নিজেও একাধিকবার আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির হয়ে প্রতিনিধিত্ব করেছেন।