দিল্লি : মঞ্চে উঠে ‘প্রিয়াঙ্কা গান্ধী’ জিন্দাবাদের বদলে ‘প্রিয়াঙ্কা চোপড়া’ জিন্দাবাদ বলে সোশ্যাল মিডিয়ায় ট্রোল হলেন কংগ্রেস নেতা সুরেন্দ্র কুমার। রবিবার দিল্লিতে কংগ্রেস আয়োজিত একটি সভায় বক্তৃতা রাখতে ওঠেন কংগ্রেস নেতা সুরেন্দ্র কুমার। তাঁর বক্তৃতা শেষ হওয়ার পরে তিনি স্লোগান দিতে শুরু করেন, সোনিয়া গান্ধী জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ।
এরপর হঠাৎই বলে ওঠেন প্রিয়াঙ্কা চোপড়া জিন্দাবাদ। আসলে তিনি প্রিয়াঙ্কা গান্ধী জিন্দাবাদ বলতে গিয়েই ভুলটা করে বসেন সুরেন্দ্র কুমার। ভুল স্লোগানেরই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়াতে বেশি সময় লাগেনি, এবং ছড়ানোর সাথে সাথেই তা ভাইরাল হয়ে যায়। আর ভাইরাল হতেই সুরেন্দ্র কুমার কে নিয়ে মিম, ট্রোলে ছেয়ে যায় সোশ্যাল মিডিয়া।
কেউ কেউ মজা করে লেখেন রাহুল গান্ধী না বলে তিনি রাহুল বাজাজ বলতে পারতেন। অনেকে আবার প্রিয়াঙ্কা চোপড়াকে মেনশন করে তাকে জিজ্ঞেসও করেন তিনি কবে কংগ্রেসে যোগ দিচ্ছেন।













A$AP Rocky Appears to Confirm Marriage to Rihanna, Calls Himself a ‘Loving Husband’