স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় দশ হাজার জোড়া বিশেষ জুতো দান করলেন প্রিয়াঙ্কা

Advertisement

Advertisement

কৌশিক পোল্ল্যে: অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও তার স্বামী নিক জোনাস আরও একবার উঠে এলেন খবরের শীর্ষে। আন্তর্জাতিক এই সেলেব দম্পতি করোনা বিপর্যয় মোকাবিলায় পূর্বেই এক লক্ষ ডলার অনুদানের কথা ঘোষনা করেন তারা, এছাড়াও আরও পনেরোটি এনজিও সংস্থায় নিজেদের সাধ্যমতো সাহায্য করেন এই জুটি, সে খবর পোস্টও করেন সোশ্যাল মিডিয়ায়। এবার আরও একবার সাহায্যের হাত বাড়িয়ে দম্পতি এগিয়ে এলেন মহান প্রয়াসে।

Advertisement

এবার স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার কথা ভেবে তাদের জন্য একপ্রকার বিশেষ সেফটি স্যু প্রদানের উদ্যোগে সামিল নিক-প্রিয়াংকা। ভারতে ও আমেরিকায় দু দেশেই দশ হাজার জোড়া জুতো প্রদান করেছেন তারা। মোট কুড়ি হাজার সেফটি স্যু প্রদানের এই খবর তারা ইনস্টাগ্রামের মাধ্যমে জনসমক্ষে প্রকাশ্যে এনেছেন।

Advertisement

প্রিয়াঙ্কা জানান, দেশের সুরক্ষার্থে যারা প্রথম সারিতে দাঁড়িয়ে প্রতিনিয়ত লড়ে যাচ্ছেন তাদের সুরক্ষার কথা আগে ভাবা দরকার। বর্তমানে স্বাস্থ্যকর্মীরা নিজেদের সুরক্ষার জন্য যে জুতোগুলি পরেন সেগুলি পরে বেশিক্ষন থাকার কথা ভাবতেও পারেন না অভিনেত্রী। এই জুতো পরে স্বাস্থ্যকর্মীদের কাজ করতে গিয়ে যথেষ্ট অসুবিধার সম্মুখীন হতে হয় একথা বুঝেছেন তিনি। সেই কারনে একপ্রকার বিশেষ জুতো দুই দেশের স্বাস্থ্যকর্মীদের হাতে তুলে দিয়েছেন তিনি। এই জুতোগুলি কর্মরত মেডিকেল স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা প্রদান করবে আবার এগুলি পড়তেও বেশ আরামদায়ক হবে।

Advertisement

স্বাস্থ্যকর্মীদের পিপিই বা ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জামের মধ্যে সেফটি স্যু একটি গুরুত্বপূর্ন কিট। এটি প্রদানের মাধ্যমে স্বাস্থ্যমহলে খানিক স্বস্তি ঘটবে সে বিষয়ে আশাবাদী দুজনেই। স্বাস্থ্যকর্মীদের কথা ভেবে তাদের এই মহান উদ্যোগে খুশি হয়েছেন সকলেই। জুটির প্রংশসায় পঞ্চমুখ হয়ে শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা।

Recent Posts