ইয়েস ব্যাংক নিয়ে উঠে আসছে একের পর এক তথ্য।আর তা শুনেই আমানতকারীদের মধ্যে চিন্তার ভাঁজ পড়েছে। দিন দুয়েক আগে টাকা নয়ছয় করার অপরাধে গ্রেফতার করা হয় ব্যাংকের কর্ণধার রানা কাপুরকে। এবার উঠে এসেছে আরেক খবর। যেখানে বিজেপি অভিযোগ করেছে যে ব্যাংকের কর্ণধারের সাথে কংগ্রেসের যোগসূত্র রয়েছে।
বিজেপি নেতা অমিত মালব্যের অভিযোগ যে কংগ্রেসের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর কাছ থেকে ২ কোটি টাকা দিয়ে একটি ছবি কিনেছিলেন ব্যাংকের কর্তা রানা কাপুর। ছবিটি প্রিয়াঙ্কা গান্ধীর নিজের হাতে আঁকা। ‘ইন্ডিয়া টুডে’ ম্যাগাজিনে প্রিয়াঙ্কা গান্ধী রানা কাপুরকে উদ্দেশ্য করে একটি চিঠি লিখেছিলেন, যেখানে এই ছবি বিক্রির কথাও উল্লেখ করা হয়েছে। চিঠিটি ২০১০ সালের ৪ই জুন প্রকাশিত হয়েছিল।ইডি সূত্রের খবর অনুযায়ী নয়ছয় করা টাকা থেকেই তিনি ছবিটা কিনেছিলেন। এরকম প্রায় ৪০ টি ছবি রানা কাপুরের কাছে আছে বলে সূত্রের খবর।
আরও পড়ুন : বিমান বন্দরেই আটক করা হল ইয়েস ব্যাঙ্কের কণর্ধারের মেয়েকে
ইয়েস ব্যাংকের অবস্থা ২০১৪ সল্ থেকেই ধীরে ধীরে অবনতির দিকে এগিয়েছিল। তার অন্যতম কারণ হল বেশ কিছু কর্পোরেট সংস্থাকে লোন দিয়ে তার টাকা না পাওয়া। এর মধ্যে রয়েছে ডিএইচএফএল, এসেল গ্রূপ, ভোডাফোন, অনিল আম্বানি -র সংস্থাও। আর এই ডিএইচএফএল-এ টাকা দেয়াই হল ইয়েস ব্যাংকের অবনতির অন্যতম কারণ, এমনটাই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছিলেন।
উল্লেখ্য, ইয়েস ব্যাংক কর্তাকে দীর্ঘক্ষণ জেরায় অসঙ্গতি মেলাতে ইডি তাকে গ্রেফতার করেছে। তার বাড়ির লোকেদের ও লুক আউট নোটিস জারি করা হয়েছে। তার বাড়ির কোনো লোক এখন দেশ ছেড়ে বেরোতে পারবে না। এই ছবিকে কেন্দ্র করে রাজনৈতিক চর্চা এখন তুঙ্গে।