বারাণসীর লঙরখানায় মধ্যাহ্নভোজ সারলেন প্রিয়াঙ্কা, দিলেন ধর্মের ব্যাখ্যাও

বিভিন্ন রাজ্যে নিজেদের সমর্থন ধরে রাখতে নেতা মন্ত্রীদের সেই রাজ্য সফর রাজনীতিরই এক নিয়ম। আর সেই নিয়মের বাইরে কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গাঁধী বঢড়াও নন। উত্তরপ্রদেশে নিজেদের অস্তিত্ব বজায় রাখতে বারাণসী…

Avatar

বিভিন্ন রাজ্যে নিজেদের সমর্থন ধরে রাখতে নেতা মন্ত্রীদের সেই রাজ্য সফর রাজনীতিরই এক নিয়ম। আর সেই নিয়মের বাইরে কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গাঁধী বঢড়াও নন। উত্তরপ্রদেশে নিজেদের অস্তিত্ব বজায় রাখতে বারাণসী গেলেন প্রিয়ঙ্কা। সন্ত রবিদাসের জন্মবার্ষিকী উপলক্ষ্যে উপস্থিত হলেন গোবর্ধন রবিদাস মন্দিরে।

সেখানে গিয়ে সন্ত নিরঞ্জন মহারাজের সঙ্গে সাক্ষাৎ তো করলেনই পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে বসে মন্দিরের লঙরখানায় মধ্যাহ্নভোজও করলেন। এরপর তিনি ধর্মের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, “সরল সাধাসিধে ধর্মই খাঁটি ধর্ম। এর মধ্যে রাজনীতি বা ভেদভেদের কোনও স্থান নেই। সন্ত রবিদাস যে ভক্তি আন্দোলনের দিশা দেখিয়েছিলেন, তাতে মানুষই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ক্ষমা, ভালোবাসা, বিশ্বাস আর মানবসেবাই সেই ধর্মের আসল ভিত্তি।”

চলতি মাসের মধ্যেই দু’বার প্রয়াগরাজ দর্শনও করে এসেছেন প্রিয়ঙ্কা-রাহুল। সেখানে গিয়ে মৎসজীবীদের সঙ্গে কথা বলতে, পুণ্য স্নান করতেও দেখা গিয়েছিল দু’জনকে। এবার বারাণসী গিয়ে লঙরখানায় খাওয়ার পাশাপাশি বোঝালেন ধর্মের ব্যাখ্যা। এর পিছনে উত্তরপ্রদেশে নিজেদের সমর্থক ধরে রাখার ইঙ্গিতই দেখতে পাচ্ছে সংশ্লিষ্ট মহল।