Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Priyanka-Nick: চলন্ত গাড়িতে নিক-প্রিয়াঙ্কার ‘চুলোচুলি’, ওহঃ করলেন অভিনেত্রী

Updated :  Monday, July 17, 2023 11:17 AM

প্রিয়াঙ্কা চোপড়া বলিউডের অন্যতম জনপ্রিয় প্রথম সারির অভিনেত্রী। বলিউডের পাশাপাশি হলিউডেও তার জনপ্রিয়তা নেহাতেই কিছু কম নয়। আমেরিকান গায়ক নিক জোনাসের সাথে বিয়ের পর সেই পরিচিতি বেড়েছে দ্বিগুণ। সোশ্যাল মিডিয়ার পাতায় কিংবা ভক্তদের মাঝে তারকা জগৎ-এর অন্যতম জনপ্রিয় পাওয়ার কাপেল হিসেবেই পরিচিত তারা। কারণে অকারণে নেটমাধ্যমে চর্চায় থাকেন তারা। গতবছরেই সারোগেসির মাধ্যমে অভিভাবক হয়েছেন এই তারকা জুটি। সেই নিয়েও বেশ কিছুটা সময় চর্চায় ছিলেন প্রিয়াঙ্কা-নিক। তবে এই মুহূর্তে নিজেদের একটি ভাইরাল হওয়া ভিডিওর সূত্র ধরেই সোশ্যাল মিডিয়ার পাতায় নেটনাগরিকদের মাঝে চর্চিত এই তারকা জুটি।

গত শনিবার উইম্বলডনে মহিলাদের ফাইনাল টেনিস ম্যাচ দেখতে গিয়েছিলেন প্রিয়াঙ্কা-নিক। আর তার একাধিক ঝলক নিজেরাই নিজেদের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নিয়েছিলেন তারা। এই মুহূর্তে সেইসমস্ত ঝলকই রীতিমতো ভাইরাল একাংশের মাঝে। আর সেইসমস্ত ঝলকগুলোর মধ্যে সবথেকে বেশি নজর কেড়েছে অভিনেত্রীর শেয়ার করে নেওয়া একটি ঝলক, যেখানে গাড়ির মধ্যেই তাদের চুলোচুলি করতে দেখা গিয়েছে।

এই ঝলকে প্রিয়াঙ্কা ও নিককে গাড়িতে বসে থাকতে দেখা গিয়েছে। আর সেখানেই অভিনেত্রীর পনিটেল খোলার চেষ্টা করছিলেন নিক। তার ঐ প্রচেষ্টা দেখে বেশ মজাই পাচ্ছিলেন অভিনেত্রী। মাঝে একবার চুলে টান লাগায় ওহঃ করে উঠেছিলেন তিনি। আপাতত সেই ঝলকই রীতিমতো নজর টেনেছে বেশিরভাগের। এই ঝলক পছন্দও করেছেন তাদের অনুরাগীমহল। আবার অনেকে প্রার্থনা করেছেন নিকের মতো বর যেন ঘরে ঘরে থাকে।

পাশাপাশি নিক জোনাসের শেয়ার করে নেওয়া ঝলকে তাদের একটি সেলফি রয়েছে, রয়েছে টেনিস মাঠের ঝলকও। সাথে ট্রফি নেওয়ার ঝলকের পাশাপাশি ট্রফির সামনে দাঁড়িয়ে ছবিও তুলতে দেখা গিয়েছিল তাদের। এদিন অভিনেত্রীকে কালো ও সবুজের মিশ্রণে একটি পোশাক পরতে দেখা গিয়েছিল। সাথে কালো স্ল্যাক্স পরেছিলেন তিনি। নিয়েছিলেন সাদা স্টাইলিশ ব্যাগও। অন্যদিকে নিকের পরনে ছিল সাদা শার্ট ও বেইচ রঙের ব্লেজার-প্যান্ট।