Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সমুদ্রের ধারে মালতীর সাথে খালি পায়ে বর্ষবরণ প্রিয়াঙ্কার

Updated :  Monday, January 8, 2024 11:32 AM

নববর্ষ বরণের পরেও যেন রেশ যাচ্ছে না। নতুন বছর আগমনের এক সপ্তাহ পরেও সোশ্যাল মিডিয়া জুড়ে এখনও ভালোলাগা ও ভালোবাসার ছবি। অনেকেই শীতের মিঠে রোদ গায়ে মেখে বেরিয়ে পড়ছেন ছুটি কাটাতে। আমেরিকায় ছবিটা সামান্য হলেও এক। প্রিয়াঙ্কা চোপড়া জোনাস (Priyanka Chopra Jonas) সারা বছর কাজ নিয়ে ব্যস্ত থাকেন। বর্তমানে তিনি অভিনেত্রী হওয়ার পাশাপাশি হলিউডের প্রোডিউসার’স গীল্ড-এর সদস্যা। এই কারণে বেড়েছে দায়িত্ব। তবে এর মধ্যেই নববর্ষ বরণের জন্য প্রিয়াঙ্কা বেছে নিয়েছেন মেক্সিকোকে। তাঁর স্বামী নিক জোনাস (Nick Jonas) ও একমাত্র কন্যাসন্তান মালতী মেরি (Malti Merry Chopra Jonas) ও মা মধু চোপড়া (Madhu Chopra)-কে নিয়ে তিনি পাড়ি দিয়েছেন মেক্সিকো।

সোশ্যাল মিডিয়া প্রিয়াঙ্কার জীবনে যথেষ্ট গুরুত্বপূর্ণ। জীবনের বিভিন্ন মুহূর্ত ইন্সটাগ্রামে শেয়ার করেন তিনি। বাদ যায়নি মেক্সিকোয় ছুটি কাটানোর ছবিও। মেক্সিকোর কাবো সান লুকাস থেকে প্রিয়াঙ্কা অনুরাগীদের সাথে শেয়ার করে নিয়েছেন কয়েকটি ছবি ও ভিডিও। ছবিগুলিতে নিকের সাথে সমুদ্রের ধারে দেখা যাচ্ছে তাঁকে। প্রিয়াঙ্কার পরনে রয়েছে সাদা রঙের ফুলস্লিভ শার্ট ও ট্রাউজার। নিকও রয়েছেন ছুটির মেজাজে। তাঁর পরনে রয়েছে সবুজ-হলুদ রঙের ফুলস্লিভ শার্ট ও কালো ট্রাউজার। মাথায় রয়েছে সবুজ রঙের টুপি ও পায়ে সাদা স্নিকার্স। নিকের কোলে রয়েছে একরত্তি মালতী। তার পরনে রয়েছে লেপার্ড প্রিন্ট টপ ও কালো ট্রাউজার। সমুদ্রের হাওয়া অনায়াসেই নিজের চুলে মেখে এলোমেলো হয়ে গিয়েছেন প্রিয়াঙ্কা।

কখনও প্রিয়াঙ্কা, নিক ও মালতীকে একসাথে সমুদ্রের ধারে বসে থাকতে দেখা যাচ্ছে। কখনও মায়ের সাথে খালি পায়ে সি-বিচে দাঁড়িয়ে সমুদ্রকে উপভোগ করছে মালতী। সমুদ্রের ঢেউ ছুঁয়ে যাচ্ছে সি-বিচের সাদা বালি। আকাশে শেষ বিকালের আলো। এছাড়াও একটি ছবিতে দেখা যাচ্ছে, ক্লান্ত হয়ে প্রিয়াঙ্কার কোলে ঘুমিয়ে পড়েছে মালতী। কখনও প্রিয়াঙ্কা নিজে ছবি তুলেছেন তাঁর মায়ের সাথে। কখনও বা সমুদ্রের বুকে মা-বাবার কোলে চড়ে বোট চালাতে ব্যস্ত মালতী। আরও একটি ছবিতে নিক ও প্রিয়াঙ্কাকে দেখা যাচ্ছে ডিনারে যেতে। প্রিয়াঙ্কার পরনে রয়েছে ডিপ নেক কাটআউট ড্রেস। নিক পরেছেন কালো রঙের ফুলস্লিভ জ্যাকেট ও ট্রাউজার।

বাদ যায়নি প্রিয়াঙ্কা ও নিকের হেলদি ডাবের জল পানের ছবিও। ছবিগুলি শেয়ার করে প্রিয়াঙ্কা তাঁর অনুরাগীদের জন্য একটি সুন্দর 2024 কামনা করেছেন। অনুরাগীদের একাংশও তাঁকে জানিয়েছেন নববর্ষের শুভেচ্ছা।

 

View this post on Instagram

 

A post shared by Priyanka (@priyankachopra)