Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Property aadhaar link: এখন আপনার জমি জমা হয়ে যাবে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক, বড় পদক্ষেপ নিয়েছে ভারত সরকার

এবার আপনার বাড়ি এবং জমি জমা হয়ে যাবে আধার কার্ডের সঙ্গে লিংক। আর কেউ জাল উপায়ে আপনার জমি রেজিস্ট্রি করতে পারবেন না এবং আপনার নামে জাল রশিদ তৈরি করতে পারবেন…

Avatar

এবার আপনার বাড়ি এবং জমি জমা হয়ে যাবে আধার কার্ডের সঙ্গে লিংক। আর কেউ জাল উপায়ে আপনার জমি রেজিস্ট্রি করতে পারবেন না এবং আপনার নামে জাল রশিদ তৈরি করতে পারবেন না। ইতিমধ্যেই ভারতের রাজস্ব বিভাগের তরফ থেকে একটি নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে যাতে বলা হয়েছে এখন থেকে সমস্ত রায়টের জমাবন্দিকে আধার কার্ডের সাথে লিংক করতে হবে। এই বিষয়ে সংশ্লিষ্ট রাজস্ব দপ্তরের কর্মচারীদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এই কাজ সম্পূর্ণ হয়ে গেলে নানা ধরনের জমি সংক্রান্ত জালিয়াতি বন্ধ হয়ে যাবে বলে মনে করছে সরকার।

জমাবন্দি রায়তের জমিকে আধার কার্ডের সাথে লিঙ্ক করার জন্য, রাজস্ব ও ভূমি সংস্কার দফতরের তরফে সংশ্লিষ্ট আধিকারিকদের ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে। এর জন্য জমাবন্দী রায়তকে তার মালগুজারির রসিদ সহ হালকার কর্মচারীকে আধার কার্ডের ফটোকপি এবং তার মোবাইল নম্বর দিতে হবে। এরপর সরকারি কর্মীদের মাধ্যমে জমাবন্দির রায়তের মোবাইল নম্বরকে আধার কার্ডের সঙ্গে যুক্ত করা হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে, আধার কার্ডের সাথে জমাবন্দি রেজিস্টার লিঙ্ক করার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হল এখনও এমন অনেক জমাবন্দি পাওয়া যাচ্ছে, যাদের ভাড়াটিয়া মারা গেছে এবং তার নামেই রাজস্ব রশিদ কাটা হচ্ছে। এরই মোকাবেলা করার জন্য, রাজস্ব ও ভূমি সংস্কার দফতর সেই মৃত জমাবন্দী অ্যাকাউন্টধারীর রেজিস্টার তার নিকটতম আত্মীয়ের আধার কার্ডের সাথে লিঙ্ক করার প্রস্তুতি নেওয়া হয়েছে। সব মিলিয়ে এই জমি জমা নিয়ে অনেক বড় কিছু সিদ্ধান্ত নিয়েছে সরকার। যদি এই সমস্ত কাজ ঠিকভাবে সম্পূর্ণ করা যায়, তাহলে আপনার জমি থাকবে সুরক্ষিত।

About Author