টলিউডবিনোদন

Prosenjit Chatterjee: দীর্ঘ ২৭ বছর পর প্রথম স্ত্রী দেবশ্রীর কাছে ফেরার ইচ্ছাপ্রকাশ প্রসেনজিতের

Advertisement

খুব শীঘ্রই পুজোতে মুক্তি পেতে চলেছে পথিকৃৎ বসু পরিচালিত ‘কাছের মানুষ’। ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই এই ছবি নিয়ে নেটমহলে চার্চা চলছে। ছবির বেশ কিছু দৃশ্যও ভাইরাল হয়েছে নেটনাগরিকদের মাঝে। তবে সম্প্রতি ছবির প্রচারের খাতিরেই দেব এন্টারটেইনমেন্টের তরফ থেকে বেশ কিছু প্রশ্ন রাখা হয়েছিল ছবির কলাকুশলীদের জন্য, সেখানেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দেবশ্রী রায়ের সাথে সব মিটমাট করে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

৩০ শে সেপ্টেম্বর বড়পর্দায় পথিকৃৎ বসুর ‘কাছের মানুষ’ মুক্তি পেতে চলেছে। সেই ছবির প্রচারেই এখন ব্যস্ত প্রসেনজিৎ, দেব ও ইশা। জোর কদমে চলছে প্রচারের কাজ। আর সেই সূত্র ধরেই দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের তরফ থেকে নেওয়া হল নয়া উদ্যোগ। ছবির প্রচারের খাতিরেই ছবির প্লটকে মাথায় রেখেই বেশ কিছু প্রশ্ন রাখা হয়েছিল ছবির কলা কুশলীদের কাছে। সেখানেই একটি প্রশ্ন ছিল, “যদি তুমি অতীতে ফিরে কোন সম্পর্ক ঠিক করতে পারতে, তাহলে কার সাথে ঠিক করতে?” আর এই প্রশ্নের উত্তরেই টলিউডের বুম্বাদাকে বলতে শোনা গিয়েছে, তিনি তার ছোটবেলাকার বন্ধু তথা প্রথম প্রাক্তন স্ত্রী দেবশ্রী রায়ের সাথে ভুল বোঝাবুঝ মিটমাট করে নিতে চান। নিজেদের ছোটবেলাকার বন্ধুত্বকে টিকিয়ে রাখার খাতিরেই যে এই কথা বলেছেন অভিনেতা, তা অবশ্য তার কথাতেই স্পষ্ট। অবশ্য তিনি উল্লেখ করেছেন, তার কাছে যদি বাঁচার জন্য শেষ চব্বিশ ঘন্টা থাকে, তাহলে তিনি তার পোষ্য ও নিজের ছেলে ত্রিশানজিতের সাথে কিছু ভালো মুহূর্ত কাটাতে চান।

অবশ্য এছাড়াও একাধিক প্রশ্ন করা হয়েছিল, তার স্পষ্ট ঝলক রয়েছে এই ভাইরাল হওয়া ভিডিওতে। ভিডিওতে তিন চারটি প্রশ্নের উল্লেখ রয়েছে। যার সবকটিই ছিল সবার জন্য। ভিডিওতে চোখ রাখলেই বোঝা যাবে এই একই প্রশ্ন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, ইশা সাহা ও ছবির অন্যতম গুরুত্বপূর্ণ অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জীকেও করা হয়েছিল। প্রত্যেকেই নিজের মতো করে সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন। দেবের প্রতিটা উত্তরই ছিল একটু অন্য ধরনের, তা অবশ্য শুনেই বোঝা গিয়েছে। তবে সবকিছুর মাঝে দেবশ্রী রায়ের সাথে পুরনো বন্ধুত্ব ঠিক করে নেওয়ার কথা বেশি কানে লেগেছে সাধারনদের। আর এই মুহূর্তে নিজের ঐ মন্তব্যের প্রসঙ্গ ধরেই মিডিয়ার পাতায় চর্চায় টলিউডের বুম্বাদা।

Related Articles

Back to top button