Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নাগরিকত্ব আইনের প্রতিবাদ, দিল্লিতে জারি হলো ১৪৪ ধারা, বন্ধ ১৬ টি মেট্রো স্টেশন ও মোবাইল পরিষেবা

বুধবার নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনে আবারও উত্তপ্ত হয়ে উঠল রাজধানী। দিল্লির রেডফোর্ড এলাকায় জারি হলো ১৪৪ ধারা। বিভিন্ন এলাকায় যানজটের খবর পাওয়া যাচ্ছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে দিল্লি-গুরগাঁও সীমান্তে পুলিশ ব্যারিকেড…

Avatar

বুধবার নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনে আবারও উত্তপ্ত হয়ে উঠল রাজধানী। দিল্লির রেডফোর্ড এলাকায় জারি হলো ১৪৪ ধারা। বিভিন্ন এলাকায় যানজটের খবর পাওয়া যাচ্ছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে দিল্লি-গুরগাঁও সীমান্তে পুলিশ ব্যারিকেড গড়ে তুলেছে। শহরের ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ রয়েছে বলে জানা গেছে। গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক পরিষেবা সংস্থা সরকারের নির্দেশে দিল্লির বিভিন্ন এলাকায় ভয়েস কল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখেছে।

রেডফোর্ড এলাকায় ১৪৪ ধারা জারি করার পরও সেখানে জমায়েত করার অপরাধে দিল্লি পুলিশ স্বরাজ্য অভিযানের প্রধান যোগেন্দ্র যাদব ও জেএনইউ-র প্রাক্তন ছাত্র নেতা উমর খালিদ সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। নাগরিকত্ব আইন বিরোধী ‘আমরা ভারতের নাগরিক’ মিছিলের আবেদন বাতিল করেছিল দিল্লি পুলিশ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : CAA-র প্রতিবাদ করায় আটক ইতিহাসবিদ রামচন্দ্র গুহ

ছাত্রছাত্রী সহ বহু বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। স্বরাজ্য অভিযানের প্রধান যোগেন্দ্র যাদব বলেন, ‘আমাদের বহু সহযোগী বন্ধু আটক হয়েছেন, তবু বহু মানুষ এখনও আমাদের সহযোদ্ধা হতে এখানে আসছেন। ওরা পুলিশ দিয়ে আমাদের আন্দোলনকে দমিয়ে রাখতে পারবে না।’

About Author