Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ফের শহরে শিক্ষক আন্দোলন, এবার প্রতিবাদে সামিল উচ্চ-প্রাথমিকের শিক্ষকেরা

Updated :  Thursday, February 18, 2021 10:33 PM

কলকাতা: ফের আন্দোলনে উচ্চ প্রাথমিক (Uper Primary) হবু শিক্ষকরা, এবার সাথে বিজেপি (BJP)! বাংলায় উন্নয়ন হলেও গত ১১ বছরে পাল্লা দিয়ে রাজ্যে বেড়েছে বেকারত্ব। বছরের পর বছর ধরে আপার প্রাইমারির নিয়োগ বন্ধ। প্রত্যেকবার মেধা তালিকা প্রকাশের পরও বাতিল হয়েছে সেই তালিকা। বারবার নিজেদের ভবিষ্যত তৈরির রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় দীর্ঘ দিন ধরে আন্দোলন করছেন প্রার্থীরা। কয়েকদিন আগেই পার্শ্ব শিক্ষকেরা মুখ্যমন্ত্রীর (Chief Minister) বাড়ির পাশে দে-গঙ্গায় নেমে নজিরবিহীন আন্দোলন করেছিলেন।

আর নির্বাচনের আগে রাজ্যের এই সমস্যাকে নিয়ে নিজেদের সমাধান দিতে শুরু করেছে দল বিজেপি। পার্শ্বশিক্ষকদের আন্দোলনের পরই মুকুল রায় ঘোষণা করেছিলেন এই নির্বাচন জিতে ক্ষমতায় এলেই ৭ দিনের মাথায় আনবেন সমাধান। এবার আরো একধাপ। শিক্ষকদের পাশে দাঁড়িয়ে বেকারত্বহীন “সোনার বাংলা” গড়তে আগামী ১৯ ফেব্রুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাস থেকে বেলা ১২ টায় “শিক্ষা বাঁচাও পদযাত্রা ও মহাসমাবেশ” করবনে তাঁরা।

ফের আন্দোলনে উচ্চ প্রাথমিক হবু শিক্ষকরা, কারন বিজেপি শিক্ষক সেলের আবেদনে সারা দিয়েছে রাজ্যের আপার প্রাইমারি সংগ্রামী মঞ্চের সদস্যরা। এই মর্মে আপার প্রাইমারি সংগ্রামী মঞ্চের কোর কমিটির পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে বছরের পর বছর ধরে বাংলায় বেকারত্বের অবসান ঘটিয়ে এই নির্বাচনের আগেই করতে হবে নিয়োগ। গত ৮ বছরের শূন্যপদের চূড়ান্ত তালিকা দিতে হবে শীঘ্রই। গত ১১ বছরে বাংলায় বেকারত্বের হার বেড়েছে পাল্লা দিয়ে। বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও পূরণ হয়নি সেসব।

এই নির্বাচনের আগেই সেসব পূরণ করতে হবে বলে দাবি তুলেছে বাংলার সকল শিক্ষক সমিতি। অযথা দীর্ঘদিন ধরে শ্লথ প্রক্রিয়াকে যত দ্রুত সম্ভব চালু করে স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করতে হবে নিয়োগ। নিজেদের দাবিতে বিজেপির “শিক্ষক বাঁচাও পদযাত্রা ও মহাসমাবেশ” এ সমিল হতে চলেছেন তাঁরা। ভারতীয় জনতা পার্টির টিচার্স সেলের এই মিছিলে যোগ দেবেন দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গী সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব বৃন্দ।