Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বিকিনিতে উন্মুক্ত ক্লিভেজ, নেটিজেনদের কটাক্ষের সম্মুখীন অভিনেত্রী পুজা ব্যানার্জী

Updated :  Thursday, January 11, 2024 10:21 AM

হিন্দি ধারাবাহিক ‘দেবোঁ কা দেব মহাদেব’-এ পার্বতীর ভূমিকায় অভিনয় করে নজর কেড়েছিলেন পুজা ব্যানার্জী (Puja Banerjee)। এরপর একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। করোনা অতিমারীর সময় প্রথম লকডাউনের আগে ‘জগজ্জননী মা বৈষ্ণো দেবী’-তে দেখা গিয়েছিল পুজাকে। ফলে স্বাভাবিক ভাবেই তাঁর অনুরাগীদের একাংশ পুজাকে দেবী রূপেই পছন্দ করেছেন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় পুজা প্রায়ই বোল্ড ফটোশুট ও ইন্সটাগ্রাম রিল শেয়ার করেন। এর ফলে যথেষ্ট চটেছেন তাঁর অনুরাগীদের একাংশ।

সম্প্রতি পুজা একটি ইন্সটাগ্রাম রিল শেয়ার করেছিলেন। তাতে তাঁর পরনে ছিল সোনালি রঙের বিকিনি টপ ও অফ হোয়াইট ফ্লেয়ারড স্কার্ট। টপ জুড়ে রয়েছে সোনালি সিকুইনের কারুকার্য। টপের স্লিভ নুডল প‍্যাটার্নের। এই টপের ডিপ নেকলাইনের কারণে উন্মুক্ত রয়েছে পুজার ক্লিভেজ। পরনের স্কার্টটি লো-ওয়েস্ট। স্কার্ট জুড়ে রয়েছে সোনালি জরির ফ্লোরাল এমব্রয়ডারি। এই পোশাকের সাথে পুজার মেকআপ যথেষ্ট উজ্জ্বল। নজর কাড়ছে স্মোকি আই। ঠোঁট রাঙানো উজ্জ্বল লাল রঙের লিপস্টিকে। চিকবোনে রয়েছে হালকা ব্লাশারের ব্যবহার। খোলা রয়েছে পুজার চুল। দুই কানে রয়েছে সোনালি রঙের স্টোন স্টাডেড চেন ইয়ারিং।

কিন্তু এই ভিডিওটি নেটদুনিয়ায় ভাইরাল হতেই নেটিজেনদের একাংশ লিখেছেন, পুজা বিবাহিতা ও এক পুত্রসন্তানের মা হয়ে এই ধরনের পোশাক পরতে কি করে স্বাচ্ছন্দ্য বোধ করেন! অনেকে লিখেছেন, পার্বতীর চরিত্রে অভিনয়ের পর পুজাকে এই ধরনের ফটোশুট মানায় না। অনেকে পুজাকে অশালীন কটাক্ষ করেছেন। আগামী 26 শে জানুয়ারি আড্ডাটাইমসে স্ট্রিম হতে চলেছে বাংলা ওয়েব সিরিজ ‘ক্যাবারে’। এই ওয়েব সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করছেন পুজা।

 

View this post on Instagram

 

A post shared by Puja Banerjee (@banerjeepuja)