Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

১৫ বছর বয়সে প্রেমের জন্য বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন পূজা ব্যানার্জি, তারপর মা হয়েছিলেন বিয়ের আগেই

Updated :  Thursday, June 29, 2023 11:07 PM

পূজা ব্যানার্জী টলিউডের পাশাপাশি হিন্দি টেলিভিশন জগৎ-এর পরিচিত মুখ। ২০২১’এই স্বামী কুনাল বর্মার সাথে সামাজিক বিয়ে সেরেছেন তিনি। সেখানে টলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রীরা উপস্থিতও ছিলেন। উপস্থিত ছিলেন হিন্দি টেলিভিশন জগতের অনেকেই। সেই সমস্ত ছবি ভাইরালও হয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতায়, তার ঝলক অবশ্য অভিনেত্রীর নেটমাধ্যমের পাতায় চোখ রাখলেই মিলবে। ছেলে কৃশিভকে নিয়েই সামাজিক বিয়ে সেরেছিলেন এই তারকা দম্পতি। খুব স্বাভাবিকভাবেই সেই দৃশ্য নজর কেড়েছিল সকলের।

চলতি বছরের ৬’ই ফেব্রুয়ারি ৩৬’শে পা দিলেন পূজা ব্যানার্জী। সোশ্যাল মিডিয়ার পাতায় জন্মদিনের দিনে একাধিক পোস্ট শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী, যার কোনটাই নজর এড়ায়নি নেটনাগরিকদের। পরিচালক রাজা চন্দ ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথেও কাজ করেছেন অভিনেত্রী। সেই ঝলক তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই মিলবে।

এই মুহূর্তে মিডিয়ার সূত্রে তার সম্বন্ধে অনেককথা উঠে এসেছে, যা শুনে অবাক তার অনুরাগীমহলের একাংশ। শোনা গিয়েছে, মাত্র ১৫ বছর বয়সেই প্রেম করে বাড়ি ছেড়েছিলেন অভিনেত্রী। তখন তার মনে হয়েছিল তিনি ঐ মানুষটিকে ছাড়া থাকতে পারবেন না। তবে পরবর্তীকালে তিনি নিজের ভুল বুঝতে পেরেছিলেন। শুধরেও নিয়েছিলেন তিনি।

পরে অভিনেত্রী হিসেবে নিজের জীবন শুরু করেন পূজা। হিন্দি, বাংলা, দক্ষিণীর পাশাপাশি ভোজপুরি ইন্ডাস্ট্রিতেও অভিনেত্রী হিসেবে কাজ করেছেন তিনি। দক্ষিণী ছবিতে সফলতাও অর্জন করেছিলেন অভিনেত্রী। সম্প্রতি সেইসমস্ত প্রসঙ্গই পুনরায় উঠে এসেছে মিডিয়ার পাতায়, আর সেই সূত্রেই আপাতত চর্চার আলোয় অভিনেত্রী। উল্লেখ্য, লকডাউনের সময়ই ঘনিষ্ঠ মহলের উপস্থিতিতে বিয়ে সেরেছিলেন অভীনেত্রী। যার ছয়মাস পরেই মা হয়েছিলেন তিনি। এই মুহূর্তে নিজের কাজ ও সংসার নিয়ে বেজায় ব্যস্ত অভিনেত্রী। আর তার একাধিক ঝলক তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই মিলবে।