পুজোর আগে গত কয়েকদিন ধরে ধারাবাহিক বৃষ্টিপাত চিন্তায় ফেলেছিল রাজ্যবাসীকে। তবে আজ মঙ্গলবার দেবীপক্ষের তৃতীয়াতে রাজ্যবাসীকে স্বস্তির খবর জানাই আবহাওয়া দফতর। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের আবহাওয়ার খানিকটা উন্নতি হবে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া দুটি নিম্নচাপ এবং অসম ও নাগাল্যান্ডের উপর তৈরি হওয়া নিম্নচাপটি দুর্বল হয়ে যাওয়ার ফলে কমবে বৃষ্টিপাত।
তবে পুজোর চারটে দিন কলকাতা -সহ দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। দক্ষিণবঙ্গের জন্য সুখবর থাকলেও উত্তরবঙ্গের মানুষদের জন্য নেই কোন সুখবর। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টির মধ্যেই পুজো কাটাতে হবে উত্তরবঙ্গের মানুষদের, জানিয়েছে আবহাওয়া দফতর।