দেশনিউজ

মিলল চাঞ্চল্যকর তথ্য, পুলওয়ামায় হামলা চালিয়েছে পাকিস্তানের তিন জঙ্গি সংগঠন

Advertisement

পুলওয়ামা : জইশ-ই-মহম্মদ, আল কায়েদা ও তালিবান এই তিন পাক জঙ্গি সংগঠন একসঙ্গে মিলে হামলা চালিয়েছে পুলওয়ামায়। এনআইএ-র তদন্তে উঠে এসেছে এই তথ্য।

সম্প্রতি সাড়ে ১৩ হাজারেরও বেশি পাতার একটি চার্জশিট জমা দিয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি তথা এন আই এ৷ এনআইএ-র পূর্ণাঙ্গ তদন্তে উঠে এসেছে, এই জঙ্গি সংগঠনের কাজকর্ম৷ চার্জশিটে বলা হয়েছে, পুলওয়ামা হামলায় মূল অপরাধী উমর ফারুকের ট্রেনিং হয়েছিল আফগানিস্তানের হেলমন্দ প্রদেশে৷ প্রায় ১ হাজার পাকিস্তানি জঙ্গি এই আল কায়েদা ও তালিবান ক্যাম্পে প্রশিক্ষণ নিয়েছে৷

আফগানিস্তানের ক্যাম্পে উমর ফারুকের একটি ছবিও চার্জশিটে প্রকাশ করেছে এনআইএ৷ একটি ছবিতে দেখা যাচ্ছে, উমর ও পুলওয়ামা কাণ্ডে আরও এক অভিযুক্ত অমর আলভি ও আরেক জন তিনজনে সেলফি তুলছে৷ দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে, উমর ফারুক একটি অত্যাধুনিক বন্দুক হাতে ছবি তুলছে৷ এটি আল কায়েদা ও তালিবানের মিলিত ক্যাম্পে৷ এই সব ছবি ও ভিডিও উমরের থেকে উদ্ধার করা মোবাইলেই পেয়েছে এনআইএ৷ কাশ্মীরে এনকাউন্টারে উমরের মৃত্যুর পরে মোবাইলগুলি নিজেদের হেফাজতে নেয় এনআইএ৷

এক অফিসারের কথায়, ‘আমরা আমাদের চার্জশিটে রাষ্ট্রসঙ্ঘের রিপোর্টের উল্লেখ করেছি৷ কী ভাবে আল কায়েদা, তালিবান ও জইশ ই মহম্মদ গোষ্ঠীর একসঙ্গে হাইব্রিড ক্যাম্প চলছে, তা বিস্তারিত উল্লেখ করেছি৷ এছাড়াও কিছু জায়গায় হাক্কানি নেটওয়ার্কও রয়েছে৷ একসঙ্গে প্রশিক্ষণ চলছে৷’চার্জশিটে বলা হয়েছে, ‘জইশ ই মহম্মদ ও লস্কর ই তৈবা জঙ্গিদের আফগানিস্তানে পাঠানোর দায়িত্বে রয়েছে৷ এই জঙ্গিরা পরামর্শদাতা, অস্ত্র প্রশিক্ষণ ও শক্তিশালী বিস্ফোরক তৈরিতে পারদর্শী৷’

Related Articles

Back to top button