“সময় এসে গেছে ‘টুকড়ে টুকড়ে বাহিনী’কে শাস্তি দেওয়ার” : অমিত শাহ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লীরলর জনসভায় তার বক্তব্যে আম আদমি পার্টির উপর ভারতীয় জনতা পার্টির আক্রমণ যেখানে শেষ করেছিলেন সেখান থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আবার শুরু করলেন। তাদের বিরুদ্ধে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিভ্রান্তি সৃষ্টি করার অভিযোগ তোলা হয়।
অমিত শাহ বলেন, “সময় এসে গেছে ‘টুকড়ে টুকড়ে দল’ কে শাস্তি দেওয়ার। এই দলটিই রাস্তায় রাস্তায় বিক্ষোভ করে হিংসা ছড়িয়েছে এবং এই দলকে সাহায্য করেছে কংগ্রেস সরকার। বৃহস্পতিবার দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি বলেন, দিল্লীর লোকদের উচিত এদের শাস্তি দেওয়া।
আরও পড়ুন : NRC নিয়ে মোদী-শাহ জুটিকে চুড়ান্ত ব্যঙ্গ করে ডাকলেন ‘রামু-শ্যামু’
২০১৬ সালে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে আরএসএসের ছাত্র সংগঠন এবং এবিভিপি-র মধ্যে সংঘর্ষ হওয়ার পরে বিজেপি এই ‘টুকড়ে টুকড়ে গ্যাং’ শব্দটি তৈরি করেছিল। এবিভিপি দল দেশ ভাঙার স্লোগান তুললে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে জেলে ভরা হয়। বিজেপি সরকার পুলিশি তৎপরতার বিরুদ্ধে যারা বিরোধ করেছেন তাদের সম্পর্কে অভিযোগ এনেছেন যে তারা চায় যে দেশটি বিভক্ত হোক। এরপরে বিরোধী দলকে নিশানা করার জন্য বেশ কয়েকটি শীর্ষস্থানীয় বিজেপি নেতাদের আহ্বান জানানো হয়।
অমিত শাহ বলেন, “নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিরোধী দল সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে। ভুল পথে চালিত করে দিল্লীর শান্তিপূর্ন পরিবেশকে বিঘ্নিত করছে।”