Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পুরীর ধ্বজায় আগুন, পুরোহিতদের মতে অমঙ্গলের চিহ্ন

করোনা ভাইরাসের আতঙ্ক ধীরে ধীরে আরও প্রবল হয়ে উঠছে। এর মাঝে আগুন লাগলো পুরীর জগন্নাথ মন্দিরের পতাকায়। পুর্ণার্থীদের মতে এটি অমঙ্গলের ইঙ্গিত। আর তাঁর সাথেই নেট দুনিয়েতে ভাইরাল ভিডিও। হঠাতই…

Avatar

করোনা ভাইরাসের আতঙ্ক ধীরে ধীরে আরও প্রবল হয়ে উঠছে। এর মাঝে আগুন লাগলো পুরীর জগন্নাথ মন্দিরের পতাকায়। পুর্ণার্থীদের মতে এটি অমঙ্গলের ইঙ্গিত। আর তাঁর সাথেই নেট দুনিয়েতে ভাইরাল ভিডিও। হঠাতই বৃহস্পতিবার রাত সোয়া আটটা নাগাদ মন্দিরের চুড়ায় লাগে আগুন। সেই আগুন দেখেই শুরু হয় চাঞ্চল্য। সমস্বরে ওঠে জয় জগন্নাথ ধ্বনি। খবর যায় পুরী জেলা প্রশাসন ও দমকল দপ্তরে।

সূত্রের খবর মিনিট খানেক ধরে জ্বলে তারপর পুড়ে যায় মন্দিরের ওপরের সেই ধ্বজা।তবে আগুন মন্দিরের কোনও ও ক্ষতি হয়নি। অক্ষত রয়েছে চক্র ও। পুরী জেলা পুলিশ জানিয়েছেন যে জগন্নাথ মন্দিরের শীর্ষে একটি ছোট হনুমান মন্দির আছে। সেখানে প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ দেওয়া হয়। মন্দিরের বাইরে একটি বড় মাপের প্রদীপে ঘি এবং সলতে দিয়ে সন্ধ্যায় মুখে বসিয়ে দেওয়া হয়। এটাকে মহা-প্রদীপ বলে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : আগামী ৬ মাস বিনামূল্যে রেশন পাবে রাজ্যবাসী, ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত আটটা নাগাদ প্রবল বেগে ঝোড়ো হাওয়া এবং কিছুটা বৃষ্টি হয়। তখন নিচের ছোট ধ্বজাগুলির একটি উড়ে গিয়ে ওই হনুমান মন্দিরের মহা-প্রদীপে পড়ে। অনেকের মরে এটি করোনার গ্রাসের ইঙ্গিত। তবে বয়স্ক পুরোহিতরা তা মানতে নারাজ। তাঁরা মনে করেন কেবলই একটা ভুলের জন্য এরম একটি ঘটনা ঘটে গিয়েছে। করোনার জন্য মন্দিরে মানুষের সংখ্যা কম হওয়ায় বিশেষ কোলাহল তৈরি হয়নি এই নিয়ে।

About Author