ভারতে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বাড়ছে ক্রমশ। এখনো পর্যন্ত আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ১৬৯ জন। মৃত্যু হয়েছে ৪ জনের। করোনার সংক্রমণ এড়াতে বন্ধ করে দেওয়া হয়েছে দেশের সমস্ত সুইমিং পুল, শপিং মল, ক্লাবগুলি। জনসমাগম এড়াতে বন্ধ করে দেওয়া হচ্ছে মন্দির, মসজিদ সহ ধর্মীয় স্থানগুলি। এবার সমস্ত পূন্যার্থী এবং ভক্তদের জন্য বন্ধ করে দেওয়া হল পুরীর জগন্নাথ মন্দির।
মন্দির কতৃপক্ষ জানিয়েছে, জনসমাগম নিষিদ্ধ করার কারন করোনা ভাইরাসের প্রকোপ। জানা গিয়েছে, পুরীতে সমস্ত ভক্তদের প্রবেশে আগামীকাল শুক্রবার থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে মন্দির কতৃপক্ষ জানিয়েছে, পুরীর মন্দিরে প্রতিদিনের সেবা চালু থাকবে এবং সেবায়েতরা যারা পুজো করেন তারাই একমাত্র প্রবেশ করতে পারবেন। এছাড়া বাইরের কোনো ব্যক্তিকে প্রবেশ করতে দেওয়া হবে না।
আরও পড়ুন : BREAKING : করোনা ভাইরাসে চতুর্থ মৃত্যু ভারতে
বর্তমানে গোটা বিশ্বের আতঙ্ক নভেল করোনা ভাইরাস। যার কবলে আক্রান্ত হয়েছে মোট প্রায় ২ লাখের বেশি মানুষ এবং মৃত্যু হয়েছে প্রায় ৮ হাজারের বেশি।