Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Pushpa 2: আর খুব দেরি নেই, এদিনই বেরিয়ে আসবে ‘পুষ্প: দ্য রুল’-এর প্রথম ঝলক

Updated :  Friday, February 17, 2023 7:17 PM

২০২১ থেকেই দক্ষিণী ছবি ‘পুষ্পা: দ্যা রাইজ’এর প্রশংসায় পঞ্চমুখ গোটা বিশ্ব। ছবিতে পুষ্পা অর্থাৎ আল্লু অর্জুনের অভিনয় রীতিমতো সকলের নজর কেড়ে নিয়েছিল। পাশাপাশি ছবিতে শ্রীভাল্লীর চরিত্রে রশ্মিকা মন্দনা ও পর্দার এসপি ভাবার সিং শিখাওয়াতের অভিনয়ও অসংখ্য প্রশংসা কুড়িয়েছিল। আপাতত অগণিত দর্শকমহল আবারো তাদের প্রিয় আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দনা জুটিকে পর্দায় দেখার অপেক্ষায় দিন গুণছেন।

খুব শীঘ্রই দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে বলেই জানা গিয়েছে। মিডিয়ার খবর অনুযায়ী, ২০২২’এর আগস্ট মাস থেকেই এই ছবির শুটিং শুরু হয়েছিল। হায়দ্রাবাদ ও বিশাখাপত্তনমে চলছিল ছবির শুটিং। সেই খবর প্রকাশ্যে আসার পর থেকেই ‘পুষ্পা ২’এর অপেক্ষায় দর্শকমহল। মাঝে ছবির কলাকুশলীদের নিয়েও মিডিয়ার পাতায় একাধিক খবর প্রকাশিত হয়েছে। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২৩’এর এপ্রিল মাসেই ‘পুষ্পা ২’এর ঝলক প্রকাশ্যে আসতে চলেছে। ইতিমধ্যেই নির্ধারণ করা হয়েছে দিনও‌‌। এখন সেই খবরই শোরগোল ফেলেছে দর্শকমহলের একাংশের মাঝে।

খুব সম্ভবত পর্দার পুষ্পারাজ আল্লু অর্জুনের জন্মদিনের দিনটিকেই শুভ বলে ধরে নেওয়া হয়েছে। অভিনেতার জন্মদিনেই ‘পুষ্পা ২’এর ঝলক দর্শকদের উপহার দিতে চলেছেন সুকুমার। ২০২৩’এর ৮’ই এপ্রিল পরিচালক সুকুমার ছবির ট্রেলার কিংবা টিজার প্রকাশ্যে আনতে চলেছেন সমগ্র পুষ্পাভক্তদের। শোনা যাচ্ছে, সেই ঝলক প্রকাশ্যে আনার তোরজোরও জোরকদমে শুরু হয়ে গিয়েছে। ব্যস্ত পরিচালক, অভিনেতাদের পাশাপাশি ছবির সমস্ত কলাকুশলীরাও। সব ঠিকঠাক থাকলে ২০২৪ সালেই বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি। উল্লেখ্য, ‘পুষ্পা: দ্যা রাইজ’ বিশ্বের বাজারে এক বিপুল ব্যবসা করেছিল সেকথা আর আলাদাভাবে বলার নয়। এখন এটাই দেখার ‘পুষ্পা ২’ ঠিক কতটা প্রভাব ফেলতে পারে দর্শকমহলের উপর। অপেক্ষায় সমগ্র দর্শকমহলের পাশাপাশি ছবির কলাকুশলীরাও।