Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Pushpa 2 Collection: ৫ দিনে কত কোটি টাকা আয় করল ‘পুষ্পা ২’? দেখে নিন এক নজরে

Updated :  Wednesday, December 11, 2024 10:49 AM

২০২১ সালে পুষ্পা সিনেমা প্রথম পর্ব রিলিজ হওয়ার পর থেকে সাধারণভাবেই মানুষের মনে দারুন উদ্বেগ ছিল। কি হবে এর দ্বিতীয় পর্বে, তা নিয়ে চিন্তার অন্ত ছিল না সিনেমাপ্রেমীদের। অবশেষে নানা জটিলতা কাটিয়ে চলতি মাসের ৫ তারিখে রিলিজ করা হয়েছে “পুষ্পা পার্ট টু”। যে সিনেমাতে আল্লু অর্জুন, রশ্মিকা মানন্দার মত তারকাদের অভিনয় করতে দেখা গেছে। আমরা আপনাদের বলে রাখি, সুকুমার পরিচালিত অ্যাকশন-ড্রামা চলচ্চিত্রটি ২০২১ সালের ব্লকবাস্টার ‘পুষ্প: দ্য রাইজ’-এর সিক্যুয়াল। আপনারা নিশ্চয়ই জানেন, ২০২১ সালে পুষ্পা সিনেমার প্রথম পর্ব উপার্জনের দিক থেকে ছাড়িয়ে গিয়েছিল বলিউডের হাই-বাজেটের একাধিক সিনেমাকে।

এর দ্বিতীয় পর্বেও ধারাবাহিকতা দেখা গেছে। সিনেমাটি রিলিস হওয়ার প্রথম দিনেই আয়ের রেকর্ড গড়েছে। তাছাড়া বিগত পাঁচ দিনে একাধিক রেকর্ড ভেঙেছে দক্ষিণ ভারতের এই সিনেমাটি। মালায়ালাম, কন্নড়, তামিল সহ হিন্দি ভাষায় রিলিজ হওয়া এই সিনেমাটি ইতিমধ্যে ৯০০ কোটির গণ্ডি পার করেছে বলে মনে করছেন সিনেমা প্রেমীরা। চলুন আজকের প্রতিবেদনে জেনে নেওয়া যাক, আল্লু অর্জুনের “পুষ্পা-২” উপার্জনের দিক থেকে কি কি রেকর্ড ভাঙল-

আপনারা নিশ্চয়ই জানেন, ৫০০ কোটি বাজেটের এই সিনেমায় অভিনয় করার জন্য আল্লু অর্জুন একাই নিয়েছেন ৩০০ কোটি টাকা। উপার্জনের দিক থেকেও রীতিমতো চমক দিয়েছে সিনেমাটি। সিনেমা বিষয়ক বিভিন্ন সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে, রিলিজ হওয়ার মাত্র ৫ দিনের মধ্যে সিনেমাটি ৮০০ কোটির গণ্ডি পার করেছে। তবে সিনেমা নির্মাতাদের তথ্য অনুযায়ী, আল্লু অর্জুনের “পুস্পা ২” বিগত পাঁচ দিনে ৩৩৯ কোটি রুপি আয় করেছে। শুধু তাই নয়, ধীরে ধীরে মানুষের সিনেমা দেখার ক্রেজ কমে যাওয়ার পাশাপাশি উপার্জনের পরিমাণও কমতে শুরু করেছে। তবে সিনেমা প্রেমীদের মতে সিনেমাটি শীঘ্রই ৯০০ কোটির গণ্ডি পার করবে।