বলিউডবিনোদনসবুজায়ন

‘Pushpa 2’-এর ঝড় থামছে না, পিছনে ফেলেছে বাহুবলী 2-কেও, এখন পর্যন্ত এত কোটি আয়

Advertisement

অভিনেতা আল্লু অর্জুনের বহুল প্রতীক্ষিত ছবি ‘পুষ্প 2: দ্য রুল’ বক্স অফিসে ঝড় তুলেছে। সুকুমার পরিচালিত এই তেলেগু সিনেমাটি বিশ্বব্যাপী ১,৮০০ কোটির বেশি আয় করে সর্বকালের সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্রের তালিকায় শীর্ষস্থান অর্জন করেছে। সোমবার নির্মাতাদের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিভিন্ন ভাষায় মুক্তি

‘পুষ্প 2’ ৫ ডিসেম্বর হিন্দি, তামিল, কন্নড়, বাংলা এবং মালায়ালাম ভাষায় একযোগে বিশ্বব্যাপী মুক্তি পায়। মুক্তির পর থেকেই ছবিটি দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছে এবং প্রতিদিন বক্স অফিসে উল্লেখযোগ্য আয় করছে।

32 দিনে বিশ্বব্যাপী 1,831 কোটি আয়

নির্মাতারা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে ছবিটি ৩২ দিনের মাথায় বিশ্বব্যাপী ১,৮৩১ কোটি রুপি সংগ্রহ করেছে, যা এসএস রাজামৌলির ব্লকবাস্টার ‘বাহুবলী 2’-এর ১,৮১০ কোটির রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। ‘পুষ্প 2: দ্য রুল’ ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম পর্ব ‘পুষ্প: দ্য রাইজ’-এর সিক্যুয়াল, যেখানে আল্লু অর্জুন, রশ্মিকা মান্দান্না এবং ফাহাদ ফাসিল মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন।

33 দিনে উপার্জন

ছবিটি ৩৩ তম দিনে নতুন মাইলফলক স্পর্শ করেছে। যদিও সোমবার, অর্থাৎ ৬ ডিসেম্বর ছবিটির উপার্জনে কিছুটা মন্দা দেখা গেছে এবং ওইদিন এটি ২.৫ কোটি টাকা সংগ্রহ করে। তবুও সামগ্রিকভাবে বক্স অফিসে এর প্রভাব উল্লেখযোগ্য।

সারা ভারতে ১,২০৮.৭ কোটি আয়

Saknilak-এর রিপোর্ট অনুযায়ী, ভারতে এখন পর্যন্ত ছবিটি ১,২০৮.৭ কোটি টাকা আয় করেছে। এমন দুর্দান্ত পারফরম্যান্সের ফলে ‘পুষ্প 2’ ভারতের অন্যতম সফল চলচ্চিত্র হিসেবে ইতিহাস গড়েছে।

‘পুষ্প 2’ সফলতার নেপথ্যে

সিনেমার গল্প, দারুণ পরিচালনা, আল্লু অর্জুনের শক্তিশালী অভিনয়, এবং আকর্ষণীয় গান ও অ্যাকশন দৃশ্যের সমন্বয়ে ‘পুষ্প 2’ এমন এক ব্লকবাস্টার হয়ে উঠেছে, যা দর্শকদের হৃদয় জয় করতে সক্ষম হয়েছে।

Related Articles

Back to top button