Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

পুষ্পা-২ এর সেট থেকে ফাঁস হল রশ্মিকা মান্দান্নার লুক, দেখে ভক্তরা বলছেন – ‘তেরি ঝলক আশরাফি শ্রীবল্লী’

Updated :  Thursday, March 21, 2024 6:44 PM

ফের “পুষ্পার” ঝড়ে কাঁপছে সোশ্যাল মিডিয়া। বছর দুয়েক আগে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে রিলিজ হওয়া আল্লু অর্জুনের “পুস্পা” সিনেমার কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। যে সিনেমায় উত্তপ্ত ডান্স করে নেটিজেনদের মাথা খারাপ করে দিয়েছিলেন সুন্দরী অভিনেত্রী সামান্তা। “O Antava Mawa” গানে দক্ষিণী অভিনেত্রী সামান্তার উষ্ণ পারফরমেন্স আজকের দিনেও চোখ বন্ধ করলে দেখতে পান সিনেমা প্রেমীরা।

তাছাড়া আপনাদের নিশ্চয়ই মনে আছে, বছরখানেক আগে “পুষ্পা” সিনেমা ঝড় তুলেছিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে। বিশেষ করে পুষ্পা সিনেমার অভিনেত্রী রশ্মিকা মান্দানা এবং আল্লু অর্জুনের ”তেরি ঝলক আশরাফি শ্রীবল্লী” গান রীতিমতো ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। গানটি এতটাই ভাইরাল হয়েছিল যে, সেই সময় সাধারণ মানুষ থেকে শুরু করে কিংবদন্তি ক্রিকেটারদেরও এই গানে ডান্স করতে দেখা গিয়েছিল। এক কথায়, সেই সময় গানটি একটি ট্রেন্ডে পরিণত হয়েছিল।

তবে পুষ্পা সিনেমার দ্বিতীয় পর্ব কবে রিলিজ করা হবে তা নিয়ে রয়েছে চরম ধোঁয়াশা। মনে করা হচ্ছে, ২০২৫ সালের প্রথমার্ধে রিলিজ করা হতে পারে এই সিনেমার দ্বিতীয় অংশ। তবে বর্তমানে আল্লু অর্জুনের পুষ্পা সিনেমাটি সংবাদ শিরোনামে উঠে এসেছে অভিনেত্রী রশ্মিকা মান্দান্নার কারণে। বর্তমানে জনপ্রিয় এই দক্ষিণী অভিনেত্রীর একটি ছবি ভাইরাল হচ্ছে ইনস্টাগ্রামে।

পুষ্পা-২ এর সেট থেকে ফাঁস হল রশ্মিকা মান্দান্নার লুক, দেখে ভক্তরা বলছেন - 'তেরি ঝলক আশরাফি শ্রীবল্লী'

যেখানে তাকে কনের অবতরে দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়া প্রেমীরা মনে করছেন, পুষ্প সিনেমার শুটিং স্টেজ থেকে রশ্মিকা মান্দান্নার এই ছবিটি ফাঁস হয়েছে। ছবিটি ইন্টারনেটে ভাইরাল হতেই লক্ষাধিক কমেন্ট অর্জন করে নিয়েছে। একজন ভক্ত লিখেছেন, “শ্রীবল্লীর সৌন্দর্য সত্যিই আশরাফি”। অন্য একজন লিখেছেন, “শ্রীবল্লীর অবতরে রশ্মিকাকে দেখে আমি খুব খুশি।”