Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Pushpa 2 Release Date: পিছিয়ে গেল ‘পুষ্পা ২’ এর মুক্তির তারিখ, নতুন মুক্তির তারিখ জানুন

Updated :  Tuesday, June 18, 2024 1:51 PM

দক্ষিণের ব্লকবাস্টার ছবি ‘পুষ্পা: দ্য রাইজ’-এর পর, সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এর সিক্যুয়াল ‘পুষ্পা ২: দ্য রুল’-এর জন্য। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান! নির্মাতারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন ছবিটির মুক্তির তারিখ।

মুক্তির তারিখ:

আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দান্নার অভিনীত ‘পুষ্পা ২: দ্য রুল’ আগামী ৬ই ডিসেম্বর, ২০২৪ সালে বিশ্বব্যাপী মুক্তি পাবে। এর আগে ছবিটি ১৫ ই আগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল। এরকম ভাবেই টিজার মুক্তি পেয়েছিল এই ছবির। তবে পরবর্তীতে দর্শকদের হতাশ করে পরিচালক সুকুমার জানিয়েছেন, আগামী ৬ ডিসেম্বর ২০২৪ তারিখে ভারতে এবং সারা বিশ্বে একসাথে মুক্তি পাবে পুষ্পা ২

বিলম্বের কারণ:

প্রাথমিকভাবে ছবিটি ১৫ই আগস্ট, ২০২৪ সালে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু নির্মাতারা জানিয়েছেন, এই ছবিতে বেশ কিছু স্পেশাল এফেক্ট ব্যবহার করা হতে চলেছে এবং এই সমস্ত কাজ এখনো পর্যন্ত শেষ হয়নি। যদি ১৫ই আগস্ট এই ছবিটি মুক্তি পেতো তাহলে এই সমস্ত স্পেশাল ইফেক্ট ব্যবহার করা যেত না এবং হয়তো দর্শকদের সেই ছবিটি দেখতে খারাপ লাগতো। সেই কারণেই, আরো কিছুদিন সময় চেয়ে নেওয়া হয়েছে দর্শকদের কাছ থেকে যাতে এই স্পেশাল এফেক্ট এর কাজটা ভালো করে করা যায়। তাই ছবির কাজ শেষ করতে আরও সময় লাগায় মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে।

জনপ্রিয়তা:

‘পুষ্পা ২’-এর জনপ্রিয়তা ইতিমধ্যেই চরমে। টাইটেল গান ‘পুষ্পা পুষ্পা’ এবং রোমান্টিক ট্র্যাক ‘আঙ্গারন’ ইউটিউবে আলোড়ন সৃষ্টি করেছে। ‘আঙ্গারন’ গানটি ট্রেন্ডিং লিস্টে শীর্ষস্থানে রয়েছে এবং অনেকেই এর উপর রিল তৈরি করছেন।

আপনাদের জানিয়ে রাখি, ‘পুষ্পা ২: দ্য রুল’ মিথ্রি মুভি মেকারস এবং সুকুমার রাইটিংস-এর যৌথ উদ্যোগে নির্মিত হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন সুকুমার। মুখ্য ভূমিকায় রয়েছেন আল্লু অর্জুন, রশ্মিকা মান্দান্না এবং ফাহাদ ফাসিল।