Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

শাহরুখকে ছাড়িয়ে আয়ের বিশাল রেকর্ড গড়বে আল্লু অর্জুনের “পুষ্পা ২”, ভাঙবে “স্ত্রী ২”-এর রেকর্ড

Updated :  Thursday, December 5, 2024 11:32 AM

না না জল্পনার পর আজ বড় পর্দায় মুক্তি পেতে চলেছে চলতি বছরের সবচেয়ে আলোচিত সিনেমা “পুষ্পা ২”। সিনেমাটির ব্যানার প্রকাশ পাওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো আলোচনায় রয়েছে সিনেমাটির গল্প। যেখানে টলিউডের প্রখ্যাত অভিনেতা আল্লু অর্জুনকে অ্যাকশন ভঙ্গিমায় দেখা যাবে। আমরা আপনাদের বলি, বিগত ৩ বছর আগে রিলিজ করা হয়েছিল “পুষ্পা ১: দ্য রাইজ”। যা হিন্দি থেকে বাংলা, কন্নড়, তামিল ভাষায় ঝড় তুলেছিল প্রেক্ষাগৃহে। ফলে এর দ্বিতীয় পর্ব যে সিনেমার পর্দায় আলোড়ন ফেলতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।

গত রবিবার রিলিজ হওয়া ২ মিনিট ৪৪ সেকেন্ডের ট্রেলার দেখে বিনোদন প্রেমীরা এটা উপভোগ করতে পেরেছেন যে, পুষ্পা-২ কোনভাবেই তাদের হতাশ করবে না। এই সিনেমার কাহিনী নিয়েও যে প্রশ্ন রয়ে গেছে বিনোদনপ্রেমীদের মধ্যে, সেই প্রশ্নের উত্তর আগামী পর্বে মিলবে বলে আশা করেছেন সিনেমার পরিচালক। বিভিন্ন মাধ্যমে দাবি করা হচ্ছে, পুষ্পা-২ সিনেমা দক্ষিণ ভারতের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা গুলোর মধ্যে একটি হবে। ধারনা করা হচ্ছে, আল্লু অর্জুনের এই সিনেমা চলতি বছরে রিলিজ হওয়া “স্ত্রী-২” উপার্জনের রেকর্ড ভাঙবে। শুধু তাই নয়, প্রথম দিনের উপার্জনের দিক থেকে অ্যানিম্যাল, পাঠানের মত সিনেমার রেকর্ড ভাঙবে পুষ্পা ২।

গতকাল থেকে এই সিনেমার ক্রেজ লক্ষ্য করা গেছে সিনেমা ভক্তদের। দেশের বড় বড় মাল্টিপ্লেক্সে শুরু হয়েছে অগ্রিম টিকিট বুকিং। যা বর্তমানে সিনেমা প্রেমীদের আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। আপনারা জানলে অবাক হবেন, সবকটি ভাষা মিলিয়ে গতকাল পুষ্পা ২ সিনেমার জন্য ২ লাখ ৪৫ হাজার টিকিট বুকিং করেছে সিনেমা প্রেমীরা। ধারণা করা হচ্ছে, আজ সিনেমাটি রিলিজ হওয়ার আগে ৪ লাখের বেশি টিকিট বুকিং করবে সিনেমা প্রেমীরা। অর্থাৎ প্রথম দিনেই সিনেমাটি ৫৬-৬০ কোটি টাকা উপার্জন করতে পারে বলে অনুমান করছেন বাজার বিশেষজ্ঞরা।