Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Pushpa 2: মারকাটারি অ্যাকশন নিয়ে ফিরছে ‘পুষ্পা’, থাকছে দ্বিগুণ সোয়্যাগ

Updated :  Monday, November 18, 2024 1:26 PM

হাতে আর মাত্র মাস খানেক সময়। বড় পর্দায় তাঁকে দেখার দিন গুনছেন কোটি কোটি অনুরাগীরা। কথা হচ্ছে দক্ষিণ ভারতের অন্যতম সেরা সুপারস্টার আল্লু অর্জুনের। জানা যাচ্ছে আগামী ৫ই ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘পুষ্পা ২’। ফলে দর্শক মহলে উন্মাদনা তুঙ্গে। ছবির প্রচারের পাশাপাশি উত্তপ্ত রয়েছে সোশ্যাল মিডিয়ার প্রতিটি আঙিনা। অনুরাগীদের চমকে দিতে প্রস্তুত আল্লু এবং তাঁর গোটা টিম। জানা যাচ্ছে, গত পর্বের থেকেও অধিক অ্যাকশন সহ প্রত্যাবর্তন করতে চলেছে পুষ্পা।

আমরা আপনাদের বলি, দীর্ঘদিন শিরোনামে ছিল তেলেগু ক্রাইম অ্যাকশন থ্রিলারধর্মী ছবি ‘পুষ্পা দ্য রাইজ’। দক্ষিণ ভারত তো বটেই, গোটা দেশের পাশাপাশি বিদেশেও সফল ব্যবসা করেছিল সিনেমাটি। এমনকী পশ্চিমবঙ্গেও চুটিয়ে ব্যবসা করে, সুপার-ডুপার হিট ‘পুষ্পা’। ছবির গানগুলিও ছিল যথেষ্ট হিট। আর সেই ট্রেন্ডিং গানে গা ভাসিয়েছিলেন আট থেকে আশি প্রত্যেকেই। এক কথায় বলা যায়, ‘পুষ্পা’ জ্বরে কাবু ছিল গোটা নেটপাড়া।

বিগত কয়েক মাস ধরে বারবার বিভিন্ন মাধ্যমে দাবি করা হলেও এবার নানা বাঁধা পেরিয়ে কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে ‘পুষ্পা’ ২ অর্থাৎ ‘পুষ্পা দ্য রুল’ (Pushpa: The Rule)-র টিজার। যা বর্তমানে রাতের ঘুম কেড়ে নিয়েছিল বিনোদনপ্রেমীদের। তবে এবার ২ মিনিট ৪৪ সেকেন্ডের ট্রেলার মুক্তি পাওয়ার সাথে সাথে রীতিমতো উত্তেজনা দেখা গেছে বিনোদনপ্রেমীদের মধ্যে। চোর পুলিশের খেলা সাথে লাল চন্দনের ব্যবসা, কোন ক্ষেত্রে বাজিমাত করবেন দক্ষিণ সুপারস্টার, তা দেখার জন্য এক প্রকার মুখিয়ে রয়েছেন তার ভক্তরা। এখানেই শেষ নয়, সেক্সি অভিনেত্রী রশ্মিকা মান্দানার সাথে তারকা অভিনেতার কেমিস্ট্রি দেখার জন্যেও অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার ভক্তরা। দেখুন ইন্টারনেটে ঝড় তোলা ট্রেলার-