Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

পর্দার শ্রীভাল্লীর রূপে মুগ্ধ অগণিত ভক্তরা, বাস্তব জীবনেও কেমন দেখতে অভিনেত্রীকে, দেখুন ছবি

Updated :  Saturday, March 26, 2022 9:00 AM

এই মুহূর্তে সকলের কাছে ‘শ্রীভাল্লী’ নামেই পরিচিত তিনি। দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় প্রথম সারির অভিনেত্রী রশ্মিকা মন্দনা। ‘পুষ্পা: দ্যা রাইজ’এ অভিনয় করার পর থেকেই অভিনেত্রীর জনপ্রিয়তা দর্শকদের মাঝে এক অন্যমাত্রায় পৌঁছে গিয়েছে।

পর্দার শ্রীভাল্লীর রূপে মুগ্ধ অগণিত ভক্তরা, বাস্তব জীবনেও কেমন দেখতে অভিনেত্রীকে, দেখুন ছবি

২৫ বছর বয়সী এই দক্ষিণী অভিনেত্রী শুরুতে মডেলিংয়ের সাথে যুক্ত ছিলেন। পরবর্তীকালে ছবিতে কাজ করা শুরু করেন তিনি। ২০১৬ সালে বিনোদন জগতে ডেবিউ ঘটে তার। ‘কিরিক পর্টি’ ছবি দিয়ে নিজের অভিনয়ের যাত্রা শুরু করেছিলেন অভিনেত্রী। এরপর থেকে একাধিক হিট ছবি উপহার দিয়ে গেছেন নিজের দর্শকদের। ‘অঞ্জনি পুত্র’, ‘চালো’, ‘গীত গবিন্দম’, পোগাড়ু’, ‘পুষ্পা: দ্যা রাইজ’এর মতো একাধিক জনপ্রিয় ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন তিনি। খুব শীঘ্রই অভিনেত্রীর দেখা মিলবে বলিউডেও।

পর্দার শ্রীভাল্লীর রূপে মুগ্ধ অগণিত ভক্তরা, বাস্তব জীবনেও কেমন দেখতে অভিনেত্রীকে, দেখুন ছবি

পুষ্পা ছবিতে অভিনয় করার পর থেকেই বলিউডের একাধিক পরিচালক তার কাছে ছবির অফার নিয়ে গিয়েছেন। জানা গিয়েছে, পর্দার শ্রীভাল্লী খুব শীঘ্রই পা রাখতে চলেছেন বলিউডে। শান্তনু বাগচী পরিচালিত ‘মিশন মজনু’ ছবিতে সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে রশ্মিকাকে। এছাড়াও ‘গুডবাই’ ছবিতে বলিউডের বচ্চন সাহেবের সাথে স্ক্রিন শেয়ার করবেন তিনি। এমনকি বরুণ ধাওয়ানের সাথেও কাজ করছেন অভিনেত্রী। বর্তমান যুগে ইন্ডাস্ট্রির অন্যতম ব্যস্ততম অভিনেত্রী তিনি, তা বলার অপেক্ষা রাখে না। আপাতত, অভিনেত্রীর অগণিত ভক্তরা তাকে বলিউডের ছবিতে দেখার অপেক্ষায় দিন গুনছেন।

পর্দার শ্রীভাল্লীর রূপে মুগ্ধ অগণিত ভক্তরা, বাস্তব জীবনেও কেমন দেখতে অভিনেত্রীকে, দেখুন ছবি

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই অ্যাক্টিভ তিনি। প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন, যা রীতিমতো ভাইরাল হয় নেটনাগরিকদের মাঝে। প্রতিদিন কিছু না কিছু শেয়ার করে থাকেন অভিনেত্রী। যেকোনো ধরনের পোশাকে সাবলীল অভিনেত্রী। তার সৌন্দর্য মুগ্ধ করে প্রতিমুহূর্তে। তার হাসিতে মহিত বহু ভারতবাসী। আপাতত গোটা ভারতবাসী রীতিমত মুগ্ধ পর্দার শ্রভাল্লীর রূপে। তার প্রায় সব ছবিই ঘুম কড়ে তার পুরুষ অনুরাগীদের। বর্তমানে রশ্মিকা মন্দনা নেটিজেনদের একাংশের কাছে স্টাইল স্টেটমেন্ট হয়ে উঠেছেন। তার হাবভাব থেকে হাঁটাচলা সবটাই নখদর্পণে তার ভক্তদের। তার উপর টিকে রয়েছে একাধিক পাপারাজিৎদের চোখ। নেটমাধ্যমে তার অনুরাগীর সংখ্যাও চোখে পড়ার মতো। তাই তার কোন পোস্টই চোখ এড়ায় না নেটিজেনদের।

পর্দার শ্রীভাল্লীর রূপে মুগ্ধ অগণিত ভক্তরা, বাস্তব জীবনেও কেমন দেখতে অভিনেত্রীকে, দেখুন ছবি