Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘পুষ্পা কি শ্রীভল্লী’, ভোজপুরী গান মাতালো গোটা নেটিদুনিয়া, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Updated :  Thursday, February 24, 2022 1:25 PM

আল্লু অর্জুনের পুষ্পা সিনেমার নেশায় মত্ত গোটা দেশ। “পুষ্পা: দ্য রাইজিং স্টার” সিনেমা একের পর এক রেকর্ড ভেঙে জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছে। সিনেমার এক একটি ডায়ালগ থেকে শুরু করে বিভিন্ন আইটেম সং, সব ইন্টারনেটের আনাচে-কানাচে ছড়িয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যাচ্ছে আইটেম সং ‘ও অন্তাভামা’ ও ‘শ্রীভল্লী’ গানের মিউজিক নিয়ে বানানো রিল ভিডিও। নেটিজেনদের বেশ পছন্দ হচ্ছে সব। ট্রেন্ডিং গানে এখন রিল বানিয়ে অনেকেই সুপারহিট হয়ে যাচ্ছেন। তবে এবার পুষ্পা, শ্রীভল্লী স্টাইলে সম্পূর্ণ একটি মিউজিক ভিডিও বানিয়েছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি।

বলিউডের পাশাপাশি আজকালকার দিনে মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে ভোজপুরি ছবির। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। বিশেষ করে ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান বা ভিডিও। সম্প্রতি ইউটিউবে ভোজপুরি তারকারা পুষ্পা, শ্রীভল্লী স্টাইলে হোলি স্পেশাল মিউজিক ভিডিও বানায়, যা ব্যাপক ভাইরাল হচ্ছে।

হোলি স্পেশাল ওই গানের নাম “পুষ্পা কি শ্রীভল্লী”। এই গানে অসম্ভব সুন্দর নাচ করেছেন ভোজপুরী তারকা নীলকমল সিংহ এবং সৃষ্টি উত্তরাখন্ডি। পারফর্মেন্সের পাশাপাশি গানটি গেয়েছেনও নীলকমল সিং। গানটির লিরিক্স লিখেছেন আশুতোষ তিওয়ারি এবং সুর দিয়েছেন আরিয়া শর্মা। পুষ্পার বিভিন্ন সিগনেচার স্টেপ নিয়ে হোলি আবহে এই গান বানানো হয়েছে। বলা বাহুল্য, ভোজপুরি অনুরাগীদের এই গান বেশ পছন্দ হয়েছে।

ইউটিউবে বর্তমানে এই ভোজপুরি গানটি সুপারহিট। ভিডিওটি পোস্ট করার একদিনের মধ্যেই প্রায় ৯ লাখের কাছাকাছি মানুষ দেখে নিয়েছেন। এছাড়া ভিডিওতে লাইক করেছেন প্রায় ৫৭ হাজারের বেশি মানুষ। অনেকেই কমেন্ট করে নীলকমল সিংহের প্রশংসা করেছেন। পুষ্পা জ্বরে আক্রান্ত জনতাদের হোলি স্পেশাল এই ভোজপুরি গান যে ডবল ডোজ, তা বলার অপেক্ষা রাখে না।