আপনাদের নিশ্চয়ই মনে আছে, বছরখানেক আগে “পুষ্পা” সিনেমা ঝড় তুলেছিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে। বিশেষ করে পুষ্পা সিনেমার অভিনেত্রী রশ্মিকা মান্দানা এবং আল্লু অর্জুনের ”তেরি ঝলক আশরাফি শ্রীবল্লী” গান রীতিমতো ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। শুধু গান নয়, দক্ষিণী ব্যানারে সুপারহিট প্রমাণিত হয়েছিল সিনেমাটি। যার রেশ কাটতে না কাটতেই নতুনভাবে আলোচনায় উঠে এলো ‘পুষ্পা-২’। কিছুদিন আগে সিনেমাটির ট্রেলার মুক্তি পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে আল্লু অর্জুনকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে। সাথে সেক্সি অভিনেত্রী রশ্মিকা মানন্দাকে প্রধান অভিনেত্রীর ভূমিকায় লক্ষ্য করা গেছে।
গত রবিবার রিলিজ হওয়া ২ মিনিট ৪৪ সেকেন্ডের ট্রেলার দেখে বিনোদন প্রেমীরা এটা উপভোগ করতে পেরেছেন যে, পুষ্পা-২ কোনভাবেই তাদের হতাশ করবে না। এই সিনেমার কাহিনী নিয়েও যে প্রশ্ন রয়ে গেছে বিনোদনপ্রেমীদের মধ্যে, সেই প্রশ্নের উত্তর আগামী পর্বে মিলবে বলে আশা করেছেন সিনেমার পরিচালক। বিভিন্ন মাধ্যমে দাবি করা হচ্ছে, পুষ্পা-২ সিনেমা দক্ষিণ ভারতের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা গুলোর মধ্যে একটি হবে। বর্তমানে সিনেমার প্রমোশনে চলছে একের পর এক প্রোগ্রাম। যে সমস্ত প্রোগ্রামে অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে সিনেমার কলাকৌশলীদের।
সম্প্রতি তেমনি একটি প্রোগ্রামের ভিডিও প্রকাশ্যে এসেছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। যেখানে ‘পুষ্পা ২’ সিনেমার প্রমোশন করতে দেখা গেছে তারকা অভিনেতা আল্লু অর্জুন এবং সেক্সি অভিনেত্রী রশ্মিকা মানন্দাকে। ইন্টারনেটে ভাইরাল হওয়া কয়েক সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে, ব্ল্যাক ড্রেসে লাবণ্যময়ী অভিনেত্রী রশ্মিকা রূপের ঝলক দেখাচ্ছেন। অন্যদিকে, আল্লু অর্জুনকে তার চেনা স্টাইলে মুগ্ধতা ছড়াতে দেখা গেছে। ভিডিওটি ইন্টারনেটের সংস্পর্শে আসা মাত্রই রীতিমতো ভাইরাল হচ্ছে। কয়েক সেকেন্ডের ভিডিওতে দুই তারকাকে রোমান্টিক হয়ে উঠতে দেখে উত্তেজিত হয়ে উঠতে দেখা গেছে দর্শকদের। দেখুন ভাইরাল ভিডিওর অংশ-














Amanda Seyfried Describes Socialism as ‘A Gorgeous Idea’ While Discussing New Film