Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘খড়কুটো’-য় বিয়ের মরসুম, ভাইরাল হল পুটুপিসির গায়ে হলুদের ছবি

Updated :  Thursday, February 11, 2021 10:27 AM

স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘খড়কুটো’-য় কিছুদিন আগেই হয়েছে গুনগুন ও সৌজন্য-র বিয়ে। গুনগুন শ্বশুরবাড়ি আসার পর পরিস্থিতি অনেক পরিবর্তিত হয়েছে। অবশেষে অনেক বাধা-বিপত্তি, সংস্কার পেরিয়ে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন পুটুপিসি। পুটুপিসির আসল নাম মেঘমালা। জীবনের অনেকটা পথ একা পেরিয়ে এসে মেঘমালা সাতপাকে বাঁধা পড়বেন তাঁর বহুদিনের ভালোবাসা সুকল‍্যাণের সাথে। স্বাভাবিকভাবেই সৌজন্য-র পরিবারে চলছে খুশির হাওয়া। পুটুপিসি মাঝে মাঝেই আবেগপ্রবণ হয়ে পড়ছেন। কিন্তু ওদিকে গুনগুন, সৌজন্য, চিনি, সাজিরা খুব খুশি।

অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্র (priyanka mitra) ও অভিনেত্রী সোনাল মিশ্র (Sonal mishra) অর্থাৎ সাজি ও চিনি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন পুটুপিসির গায়ে হলুদের অনুষ্ঠানের কিছু মুহুর্ত। তবে ছবিগুলিতে অনুপস্থিত গুনগুন। ছবিগুলিতে পুটুপিসির পরনে রয়েছে হলুদ রঙের শাড়ি। তাঁর আদরের ভাইঝি সাজির পরনেও রয়েছে হলুদ রঙের শাড়ি এবং চিনির পরনে রয়েছে সাদা ও হলুদ রঙের সালোয়ার কামিজ। সাজি ও চিনি শুটিংয়ের ফাঁকে ইন্সটাগ্রাম রিলও বানিয়েছেন। ছবিগুলিতে পুটুপিসির গালে হলুদের আভা ছড়িয়ে গিয়েছে।

অপরদিকে পুটুপিসি হবু বর সুকল‍্যাণের বাড়িতে এই বিয়ে নিয়ে অনেকেই খুশি নয়। ঝুমের পছন্দ নয় এই বিয়ে। সুকল‍্যাণকে এতদিন সে জানত নিজের বাবা বলে। এই কারণে সে মেনে নিতে পারছে না এই বিয়ে। ঝুম নিজের মা দেবলীনার কাছে অভিযোগ জানিয়েছে, তার পরিচয় লুকিয়ে রাখার জন্য। ঝুম কি শেষ পর্যন্ত মেঘমালা ও সুকল‍্যাণকে এক হতে দেবে? উত্তর লুকিয়ে আছে ‘খড়কুটো’-র ভবিষ্যতের চিত্রনাট্যে। পুটুপিসির চরিত্রে অভিনয় করেছেন সোহিনী সেনগুপ্ত (Sohini sengupta), দেবলীনার চরিত্রে অভিনয় করছেন কন্যাকুমারী (Kanyakumari)।