ডিজিটাল প্লাটফর্মের সৌজন্যে বিগত কয়েক বছরে ওয়েব সিরিজ হয়ে উঠেছে মানুষের বিনোদনের প্রধান রসদ। যেখানে হাতে গোনা কয়েক বছর আগে বিনোদনপ্রেমীদের বিনোদনের একমাত্র উৎস ছিল বলিউড কিংবা টলিউডের হাতে গোনা কয়েকটি সিনেমা, সেখানে আজ বিভিন্ন ধরনের ওটিটি প্ল্যাটফর্ম গুলি হয়ে উঠেছে মানুষের বিনোদনের সেরা কেন্দ্র। আমরা আপনাদের বলি, শুরুর দিকে ডিজিটাল প্লাটফর্মে থ্রিলার, রোমান্টিক কিংবা কৌতুক জাতীয় ওয়েব সিরিজ রিলিজ করা হলেও বর্তমানে বিনোদনপ্রেমীদের চাহিদার কথা মাথায় রেখে প্রতিনিয়ত রিলিজ করা হচ্ছে সাহসিকতায় পরিপূর্ণ ওয়েব সিরিজ।
আমরা আপনাদের বলি, গত কয়েক বছর আগে ডিজিটাল প্লাটফর্মে যুক্ত হয়েছে “ইরোটিক” জাতীয় ওয়েব সিরিজ। যার রসালো রোমান্স বর্তমানে রাতের ঘুম কেড়ে নিচ্ছে বিনোদনপ্রেমীদের। বিগত কয়েক বছরে উল্লু, প্রাইম শর্ট, নেটফ্লিক্স, এমএক্স প্লেয়ারের মত অগণিত অ্যাপ্লিকেশন থেকে এমন একাধিক ওয়েব সিরিজ রিলিজ করা হয়েছে, যেগুলি মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে বিনোদনপ্রেমীদের মধ্যে। আপনারা জানলে অবাক হবেন, ডিজিটাল প্লাটফর্মে এমন একাধিক সাহসী ওয়েব সিরিজের অস্তিত্ব রয়েছে, যেগুলি উপার্জনের দিক থেকে টক্কর দিয়েছে বলিউডের হাই-বাজেট সিনেমাকেও।
যদি এই মুহূর্তে আপনি চরম উত্তেজনা এবং ভরপুর বিনোদন উপভোগ করতে চান, সেক্ষেত্রে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ আপনার জন্য হতে চলেছে। কারণ, আজকের প্রতিবেদনে আমরা আপনাদের জন্য এমন একটি সাহসী ওয়েব সিরিজের গল্প নিয়ে এসেছি, যেটি মুহূর্তের মধ্যে আপনাকে উত্তপ্ত করে তুলবে। সম্প্রতি ডিজিটাল মার্কেট ডিজিমুভি প্লেক্সে মুক্তি পেয়েছে “পেয়াসী পুষ্পা” নামের এই সাহসী ওয়েব সিরিজটি। যেখানে এক ডিভোর্সি যুবতীর শারীরিক চাহিদা মেটানোর গল্প দেখানো হয়েছে। দ্বিতীয়বার বিয়ে করেও শারীরিক সুখ থেকে বঞ্চিত ওই যুবতী শারীরিক সুখ পেতে কি করেন তা জানতে হলে এক্ষুনি দেখতে হবে “পেয়াসী পুষ্পা” ওয়েব সিরিজটি। প্রাইভেসি রেখে দেখে ফেলুন ট্রেলার-














Vance-Sweeney 2028 Presidential Buzz Explodes Online — Fans Call It “Unbeatable Ticket”