Today Trending Newsআন্তর্জাতিকনিউজ

কাসেম সোলেমানি ‘বিশ্বের এক নম্বর সন্ত্রাসী’, নয়া দিল্লিতে হামলা চালিয়েছিল : ডোনাল্ড ট্রাম্প

Advertisement

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি জেনারেল কাসেম সোলেমানির মৃত্যু প্রসঙ্গে একটি সরকারি বিবৃতিতে বলেন যে, মার্কিন সেনা তার নির্দেশে “বিশ্বের এক নাম্বার সন্ত্রাসবাদী” কে হত্যা করেছে। মার্কিন প্রেসিডেন্ট সোলেমানিকে নতুন দিল্লী এবং লন্ডনে হামলা চালানোর জন্যেও দায়ী করেছেন।

তিনি সংবাদমাধ্যমকে দেওয়া একটি বিবৃতিতে বলেন, “গত রাতে, আমার নির্দেশে, মার্কিন সামরিক বাহিনী সফলভাবে একটি হামলা চালিয়ে বিশ্বের নাম্বার ওয়ান সন্ত্রাসবাদী কাসেম সোলেমানিকে হত্যা করেছে। সোলেমানি আমেরিকান কূটনীতিবিদ এবং মার্কিন সেনাদের ওপর হামলার ষড়যন্ত্র করছিলো। কিন্তু তার উদ্দেশ্যে আমরা তাকে সফল হতে দিইনি।”

আরও পড়ুন : ইরান পন্থী কনভয়ে ফের বিমান হামলা আমেরিকার

শুক্রবার বাগদাদ বিমানবন্দরে মার্কিন সেনা একটি হামলা চালিয়ে কাসেম সোলেমানিকে হত্যা করে। এছাড়াও এই হামলায় আবু মাহদী আল-মুহান্দিস নিহত হয়েছে। সোলেমানির ওপরে বছরের পর বছর ধরে মার্কিনবাসীদের ওপর নির্মম অত্যাচারের অভিযোগ রয়েছে।

যদিও ইরান এই আইনটির নিন্দা করে কঠোর প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। সোলেমানি সুপ্রিম লিডার আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনীর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং রাষ্ট্রপতি হাসান রুহানির পরে দেশের শীর্ষস্থানীয় কর্তৃপক্ষের একজন ছিলেন।

Related Articles

Back to top button