আবার বিতর্কে যোগী রাজ্য উত্তরপ্রদেশ। এবার কত্থক শিল্পীর অনুষ্ঠানে কাওয়ালি চালানো যাবে না বলে, বিতর্কে জড়ালো যোগী সরকার। বিখ্যাত কত্থক শিল্পী মঞ্জরী চতুর্বেদী উত্তরপ্রদেশের রাজধানী লখনৌয়ের একটি প্রেক্ষাগৃহে নৃত্য পরিবেশন করছিলেন। তার নৃত্য পরিবেশন শুরু হওয়ার দুটি নৃত্যের পর হঠাৎই গান বন্ধ হয়ে যায়। তখন একটি কাওয়ালিতে তিনি নৃত্য পরিবেশন করছিলেন। কারণ জানতে চাইলে আয়োজকদের তরফে বলে দেওয়া হয় যে, এখানে কাওয়ালি চলবে না।
ঘটনাটি সামনে আসতেই হইচই পড়ে যায়। উত্তরপ্রদেশের সরকারী আধিকারিকরা জানিয়েছেন যে, মঞ্জরী চতুর্বেদীর দুটি গানে নৃত্য পরিবেশনের কথা ছিল কিন্তু দুটির পর তৃতীয়টিও হতে চলেছিল, তাই বাধ্য হয়ে গান বন্ধ করে দেওয়া হয়। এর সাথে অন্য কোনো কিছুই যোগ নেই। আয়োজকদের মতে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের আগমনের আগে আমরা সবাইকে সুযোগ দিতে চেয়েছিলাম। কারণ মুখ্যমন্ত্রীর আগমনের পর সরাসরি একটি নৈশভোজ অনুষ্ঠান ছিল।
আরও পড়ুন : সরকারি সুবিধা পেতে এবার থেকে বাধ্যতামূলক হল আধার কার্ড
এদিকে মঞ্জরী চতুর্বেদী বলেছেন যে, তাঁকে উত্তরপ্রদেশ সরকার আমন্ত্রণ জানিয়েছিল পারফরম্যান্সের জন্য। আয়োজকদের তরফে আমায় ৪৫ মিনিট সময় দেওয়া হয় কিন্তু দুটি গানে নৃত্য পরিবেশন করার পর তৃতীয় গানে একটি কাওয়ালিতে আমি নৃত্য পরিবেশন করছিলাম, তখনই হঠাৎ গানটি বন্ধ হয়ে যায়। আমি প্রথমে ভেবেছিলাম কোনও প্রযুক্তিগত সমস্যা হবে, কিন্তু তখন আয়োজকদের তরফে পরিষ্কার জানানো হয় এখানে কাওয়ালি চলবে না।’ ‘আমি আমার নিজের শহরে এইরকম আচরণ প্রত্যাশা করিনি, বলে মন্তব্য করেন শিল্পী।