করোনা আতঙ্কে বাকিংহাম প্যালেস ছাড়লেন ব্রিটেনের রাণি এলিজাবেথ। রানি এলিজাবেথ এবং রাজা ফিলিপের বর্তমান ঠিকানা উইন্ডসর ক্যাসেল, যা বাকিংহাম থেকে ২৫ মাইল দূরে। রাজ পরিবারের তরফে জানানো হয়েছে যে, বাকিংহাম প্যালেসে প্রচুর পর্যটক আসেন এবং রাজা ও রাণিকে অনেকের সাথে দেখা করতে হয়। এর ফলে তাদের স্বাস্থ্য নিয়ে যথেষ্টই চিন্তায় রাজ পরিবার। তাই রাজা ও রানিকে নিরাপড জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হল।
রাজ পরিবার সূত্রে জানা যাচ্ছে, উইন্ডসর ক্যাসেল বাকিংহাম থেকে অনেকটাই দূরে এবং সেখানে মানুষের আনাগোনা খুবই কম। ফলে সেখানে রাজা-রানি করোনা ভাইরাসের হাত থেকে সুরক্ষিত থাকবেন বলেই মত রাজ পরিবারের। উইন্ডসর ক্যাসেলে রাজা এবং রানিকে কোয়ারেন্টাইন করে রাখা হবে।
আরও পড়ুন : করোনা ভাইরাস রুখতে বিশেষ ব্যাবস্থা রেলের, চালু হল হেল্পলাইন নম্বর
সারা বিশ্বের মতো ব্রিটেনেও প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এখনো পর্যন্ত ব্রিটেনে করোনায় আক্রান্তের সংখ্যা ২১। করোনা আতঙ্কে ইংল্যান্ডের বিখ্যাত ফুটবল লীগ ইপিএলও বন্ধ হয়ে গিয়েছে। ব্রিটেনের স্বাস্থ্য সচিব ম্যাট হ্যাংক বলেছেন, করোনা রুখতে দেশের হাসপাতাল গুলি প্রস্তুত নয়। তারা যতটা সম্ভব চেষ্টা করছেন বলেও জানান ম্যাট হ্যাংক।