অজয় দেবগনের এই অভিনেত্রীকে যখন মানুষ কটাক্ষ করত, আজ তার চেহারা, গায়ের রং, শরীর বদলে গেছে

বর্তমান যুগে রাশি খান্না অভিনয় দুনিয়াতে নিজের একটা আলাদা পরিচিতি গড়ে তুলেছেন। এখন তিনি অ্যামাজন অরিজিনাল 'ফার্জি'র সূত্র ধরেই চর্চায় রয়েছেন। এই ওয়েব সিরিজে শাহিদ কাপুরের বিপরীতে দেখা মিলবে তার।…

Avatar

বর্তমান যুগে রাশি খান্না অভিনয় দুনিয়াতে নিজের একটা আলাদা পরিচিতি গড়ে তুলেছেন। এখন তিনি অ্যামাজন অরিজিনাল ‘ফার্জি’র সূত্র ধরেই চর্চায় রয়েছেন। এই ওয়েব সিরিজে শাহিদ কাপুরের বিপরীতে দেখা মিলবে তার। অভিনয় করতে দেখা যাবে বিজয় শেঠুপতিকেও। তবে অজয় দেবগনের সাথে ‘রুদ্র’তে অভিনয় করার পরেই দর্শকদের নজর কেড়েছিলেন তিনি। তবে এক সাক্ষাৎকারে নিজের কেরিয়ারের শুরুর সময়ের কথা জানিয়েছিলেন অভিনেত্রী। আর এই মুহূর্তে সেইসমস্ত কথাকে কেন্দ্র করেই চর্চার আলোয় তিনি।

অজয় দেবগনের এই অভিনেত্রীকে যখন মানুষ কটাক্ষ করত, আজ তার চেহারা, গায়ের রং, শরীর বদলে গেছে

নিজের এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, কেরিয়ারের শুরুর সময় বারবার অডিশন চলাকালীন কাস্টিং কাউচের দরুন প্রত্যাখ্যান হতে হয়েছে তাকে। এমনকি বডি শেমিং নিয়েও নানা কথা শুনতে হয়েছিল সেইসময়। ঐ সময়ে তিনি একটা কথা বুঝে গিয়েছিলেন, যদি অভিনেত্রী হতে হয় তাহলে তাকে ফিট অ্যান্ড ফাইন থাকতে হবে। এই কথা মাথায় রেখেই নিয়মিত শরীরচর্চা শুরু করে দিয়েছিলেন তিনি। খুব অল্পসময়ের মধ্যেই তৈরি করে নিয়েছিলেন ফিগারও। তবে তারপরেও অডিশনে প্রত্যাখ্যান করা হয়েছিল তাকে। কারণ তার লুক একেবারেই অভিনেত্রী হওয়ার উপযুক্ত ছিল না। এই কথাও সেইসময় শুনতে হয়েছিল তাকে। তবে এখন সেই অভিনেত্রীকে দেখলেই অবাক হতে হয়।

অজয় দেবগনের এই অভিনেত্রীকে যখন মানুষ কটাক্ষ করত, আজ তার চেহারা, গায়ের রং, শরীর বদলে গেছে

জন আব্রাহামের সাথে ‘মাদ্রাজ ক্যাফে’তে অভিনয়ের মাধ্যমে শুরু করেছিলেন তিনি। পরে অবশ্য দক্ষিণী ছবির দিকে ঝুঁকেছিলেন অভিনেত্রী। ২০২২’এ ‘রুদ্র’ ওয়েব সিরিজে অজয় দেবগনের সাথে অভিনয়ের পরেই দর্শকমহলের দৃষ্টি আকর্ষণ করেছিলেন তিনি। মিডিয়ার পাতাতে চর্চার আলোতে উঠে এসেছিলেন রাশি খান্নাও। এই মুহূর্তে ‘ফার্জি’র অপেক্ষায় দর্শকমহলের একাংশ। আগামী ১০’ই ফেব্রুয়ারি অ্যামাজন প্রাইমে মুক্তি পেতে চলেছে ‘ফার্জি’। এই সিরিজে শাহিদ কাপুরের বিপরীতে থাকবেন তিনি। উল্লেখ্য, এটির সূত্র ধরেই ওয়েব প্ল্যাটফর্মে ডেবিউ করতে চলেছেন অভিনেতা।

অজয় দেবগনের এই অভিনেত্রীকে যখন মানুষ কটাক্ষ করত, আজ তার চেহারা, গায়ের রং, শরীর বদলে গেছে