ক্রিকেটখেলানিউজ

সিরাজকে বলেছিলাম বল থেকে চোখ না সরাতে, অকপট স্বীকারোক্তি অশ্বিনের

Advertisement

চিপক: চেন্নাইয়ের (Chennai) চিপক স্টেডিয়ামে (Chipok Stadium) শেষ হল তৃতীয় দিনের খেলা। আজ সারাদিন ধরে শুধুমাত্র একজনের নামই উচ্চারিত হয়েছে। তিনি রবিচন্দ্রন অশ্বিন (Rabichandran Aswin)। তাঁর নেতৃত্বেই আজ মাঠ ছাড়ল ভারতীয় ক্রিকেট দল। সেই সঙ্গে ঘরের মাঠে তিনি যথেষ্ট প্রশংসাও কুড়োলেন। টেস্ট ক্রিকেটে (Test Cricket) পঞ্চম শতরান করলেন অশ্বিন। তবে চতুর্থ ইনিংসে তিনি রোরি বার্নসের উইকেটটাও শিকার করেন। তৃতীয় দিনের শেষে তিন উইকেট হারিয়ে ৫৩ রান করেছে ইংল্যান্ড (England)। আগামীকাল ড্যান লরেন্সের (১৯) সঙ্গে ব্যাট করতে নামবেন জো রুট (Joe Root) (২)।

ঘরের মাঠে অসাধারণ পারফরম্যান্স করলেন অশ্বিন। প্রথমে তো বল হাতে পাঁচটি উইকট তুলে নিয়েইছিলেন। এবার ব্যাট হাতেও সেঞ্চুরি করলেন। এই প্রসঙ্গে আপনাদের কাছে একটা পরিসংখ্যান দিয়ে রাখি। এখনও পর্যন্ত বিশ্বের কোনও টেস্ট ক্রিকেটার কোনও ম্যাচে শতরানের পাশপাশি ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেননি। অশ্বিন প্রথম ইনিংসে ইতিমধ্যেই পাঁচটি উইকেট শিকার করে নিয়েছেন। আর পাঁচটা শিকার করতে পারলেই তিনি এই রেকর্ডের অধিকারী হবেন।

দিনের শেষে স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে অশ্বিন বললেন, “আমার ব্যাটিং উন্নতিতে বিক্রম রাঠোর অনেকটা সাহায্য করেছেন। সেকারণে আমি ওনাকে আলাদা করে কৃতিত্ব দিতে চাই। বিগত কয়েকমাস আমাকে বলের পাশাপাশি ব্যাট হাতেও পারফর্ম করতে হয়েছে। এখানে আবার কবে টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাব, তা আমি জানি না। তবে চিপক স্টেডিয়ামে শতরান করতে পেরে আমি যারপরনাই খুশি।”

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম শতরান করেন অশ্বিন। আজ ১৩৪ বলে তিনি এই রেকর্ড কায়েম করেন। যদিও ২৮৬ রানে অলআউট হয় যায় ভারতীয় ক্রিকেট দল। ১০৬ রান করে অলি স্টোনের বলে বোল্ড হয়ে যান চেন্নাইয়ের এই স্পিনার। কৃষ্ণমাচারি শ্রীকান্তের পর অশ্বিন তামিলনাড়ুর একমাত্র ক্রিকেটার যিনি চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে শতরান করলেন। প্রসঙ্গত, ১৯৮৬-৮৭ সালে পাকিস্তানের বিরুদ্ধে এই মাঠেই শতরান করেছিলেন শ্রীকান্ত।

ভারতীয় ক্রিকেট দলের এই অফস্পিনার আরও যোগ করেন, “আমি শুধুমাত্র সিরাজকে বলে যাচ্ছিলাম, বলের লাইন থেকে চোখ না সরাতে। এরপর বাদবাকি যা চায়, ও করতে পারে। আমার শতরানের পর সিরাজের উচ্ছ্বাসটা বেশ মজাদার ছিল। ড্রেসিংরুমের মধ্যেকার কয়েকটা ঘটনা ও আমার কাছে এসে বলতে শুরু করে। আমি রানটা নেওয়ার সঙ্গে সঙ্গেই ব্যালকনির দিকে তাকাই। সেখানেও প্রত্যেকে করতালি দিয়ে আমার প্রশংসা করছিলেন।”

বিশ্ব ক্রিকেটে ইয়ান বোথামের পর অশ্বিনই দ্বিতীয় ক্রিকেটার যিনি দু’বারের বেশি কোনও টেস্ট ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার পাশাপাশি শতরানও করলেন।

Related Articles

Back to top button