অভিনেত্রী রচনা ব্যানার্জি মানেই ছক ভেঙেও নিয়ম না ভাঙা। সম্প্রতি নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে রচনা পোস্ট করলেন তাঁর সিঁদুর খেলার ছবি। এই ছবিগুলি পোস্ট করতেই দ্রুত তা ভাইরাল হয়ে যায় সাইবার দুনিয়ায়। এই বছর করোনা অতিমারীর কারণে আদালত প্রতিটি পুজো মন্ডপকে কন্টেনমেন্ট জোন ঘোষণা করেছিল। ফলে এই বছর সেলিব্রিটি ও সাধারণ মানুষ কেউই সেভাবে পুজো মন্ডপে যেতে পারেননি। করোনা অতিমারীর কারণে সেলিব্রিটিরা কোনো পুজো উদ্বোধনেও অংশ নেননি। অভিনেত্রী রচনা ব্যানার্জির শুটিং ছিল না পুজোর এই কটা দিন। ফলে তিনি করোনা বিধি মেনে পুজোর আনন্দে মেতেছিলেন। তবে তিনি বাইরে কোথাও যাননি, নিজের আবাসনের পুজোকেই তিনি এবার উপভোগ করেছেন। বিজয়া দশমীর দিন এই আবাসনের পুজোয় রচনাকে দেখা গেল অন্যান্য মহিলাদের সাথে সিঁদুর খেলতে। কিন্তু সেই ছবি দেখে কারো একবারও মনে হয়নি, রচনা একজন নামজাদা সেলিব্রিটি। বরং সবার সঙ্গে সহজেই মিশে যেতে পেরেছেন তিনি।
অভিনেত্রী রচনা ব্যানার্জি থাকেন অভিজাত আরবানা কমপ্লেক্সে। আরবানা কমপ্লেক্সে মূলতঃ এনআরআই বাসিন্দাদের প্রাধান্য। সেখানে এবার করোনা বিধি মেনে হয়েছিল দুর্গাপূজো। সেই পুজো আলো করে এই বছর উপস্থিত ছিলেন রচনা। তাঁর পরনে ছিল হালকা রঙের শাড়ি। কপালে টিপ ও খোলা চুলে তাঁকে অনন্যসুন্দরী লাগছিল। তবে শাড়ির সঙ্গে মানানসই মাস্ক পরতে ভোলেননি রচনা।
অভিনেত্রী রচনা ব্যানার্জির কেরিয়ার শুরু হয়েছিল টলিউডের কমার্শিয়াল ফিল্মের মাধ্যমে। রচনার অভিনয়শৈলী বরাবর প্রশংসিত হয়েছে দর্শকমহলে। একসময় রচনা মুম্বই থেকে ডাক পান বলিউডের ফিল্মে অভিনয় করার জন্য। তবে রচনা মুম্বইতে একটি ফিল্মেই অভিনয় করেছেন। তিনি সেই ফিল্মে অমিতাভ বচ্চনের বিপরীতে অভিনয় করেছিলেন। এরপর রচনা কিছু ভোজপুরি ফিল্ম করেন। এইসময় তিনি একজন ভোজপুরি অভিনেতাকে বিয়ে করেন ও কোলকাতায় ফিরে আসেন। এরপর রচনার একমাত্র পুত্রসন্তানের জন্ম হয়। এই সময় রচনা জি বাংলায় সম্প্রচারিত জনপ্রিয় গেম শো ‘দিদি নং 1’ -এ অ্যাঙ্কর হিসাবে কাজ করার সুযোগ পান। রচনা নিজের কেরিয়ার নতুন করে শুরু করতে চাইলে পারিবারিক অশান্তি শুরু হয়। রচনার বিবাহ-বিচ্ছেদ হয়ে যায়। কিন্তু ‘দিদি নং 1’ রচনাকে অসাধারণ জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। রচনার কেরিয়ারের নতুন ইনিংস শুরু হয়। এই মুহূর্তে রচনা টলিউডের কিছু ফিল্মে কাজ করার অফার পেয়েছেন। হয়তো খুব তাড়াতাড়ি তাঁকে আবার সিলভার স্ক্রিনে দেখা যেতে পারে।