Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মেকাপ ছাড়া দেখতে ‘বুড়ি’, কটাক্ষের শিকার অভিনেত্রী Rachana Banerjee

Updated :  Thursday, May 18, 2023 2:08 PM

জি বাংলার ‘দিদি নম্বর ১’ রচনা ব্যানার্জী। দীর্ঘসময় ধরেই জি বাংলার পর্দায় একজন সফল সঞ্চালিকা হিসেবেই দেখা মেলে তার। বড়পর্দা থেকে নিজেকে সরিয়ে নিলেও, এই মুহূর্তে ছোটপর্দার দিদি তিনি। তার অনুরাগীদের মধ্যে অধিকাংশেরই জানা, কাজের ফাঁকে সময় পেলেই ঘুরতে পছন্দ করেন অভিনেত্রী, তা দেশের মধ্যেই হোক কিংবা বাইরে। আর সেখানেই তার সঙ্গী হয় ছেলে রৌনক। এই মুহূর্তে নিজের ছেলেকে সঙ্গী করেই ইউরোপে পারি দিয়েছেন অভিনেত্রী। আর ইউরোপে যাওয়ার আগেই কলকাতা বিমানবন্দর থেকে নিজের বেশ কিছু ঝলক শেয়ার করে নিয়েছিলেন তিনি। আপাতত, সেই সূত্রেই নেটজনতার একাংশের মাঝে কটাক্ষের শিকার অভিনেত্রী, পেয়েছেন বুড়ির তকমাও।

গত ১৫’ই মে ইউরোপে যাওয়ার পূর্বে কলকাতা বিমানবন্দর থেকে নিজের বেশ কিছু ঝলক ফেসবুকের পাতায় শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী। পাশাপাশি লিখেছিলেন দুইসপ্তাহের জন্য ইউরোপে গরমের ছুটি কাটাতে যাচ্ছেন অভিনেত্রী। আর ফিরে এসে আবারো তিনি কাজে মনোযোগী হবেন, সেকথা উল্লেখ করতে ভোলেননি তিনি। আপাতত, তার শেয়ার করে নেওয়া সেই ঝলকে তার ছেলে রৌনকের পাশাপাশি দেখা মিলেছিল তার বেশ কিছু ঘনিষ্ঠ বন্ধুদেরও। আর এদিনই বিমানবন্দরে মেকাপ ছাড়া হাজির হয়েছিলেন তিনি, যা নজর এড়ায়নি নেটজনতার একাংশের। আর সেই ঝলক দেখেই নেটনাগরিকদের একাংশ বুড়ির তকমা দিয়েছে তাকে।

এই ঝলক দেখে অধিকাংশই লিখেছেন, টেলিভিশনের পর্দায় মেকাপ করে থাকেন তিনি। আর তা নাহলে মেকাপ ছাড়া তাকে চেনাই যায় না। আবার কেউ সরাসরি অভিনেত্রীকে বুড়ির তকমা দিয়েছেন। তবে এই সমস্ত কথায় যে অভিনেত্রীর কিছুই যায় আসে না, তা আবারো প্রতিক্রিয়াহীন হয়েই প্রমাণ করে দিয়েছেন তিনি।

উল্লেখ্য, ইতিমধ্যেই অভিনেত্রী নিজের ইউরোপ সফরের বেশ কিছু ঝলক শেয়ার করে নিয়েছেন নিজের ইনস্টার পাতায়। অভিনেত্রীর পাশাপাশি প্রকৃতির সৌন্দর্যের ঝলকও মিলেছে তার শেয়ার করে নেওয়া পোস্টে। এদিন এই পোস্ট শেয়ার করে পার্ক সারাজেভোকের সৌন্দর্যের বিবরণ দিয়েছেন নিজের ক্যাপশনেই। উল্লেখ্য, এটি বসনিয়া ও হার্জেগোভিনার রাজনৈতিক, আর্থিক, সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র। পাশাপাশি এটি বলকান অঞ্চলের সংস্কৃতির একটি বিশিষ্ট শহরও বটে।