আগুনের সামনে রচনা ব্যানার্জির ‘হায় গর্মি’ গানে তুমুল নাচ, নিমেষেই ভাইরাল ভিডিও
অভিনেত্রী রচনা ব্যানার্জি (rachana banerjee) মানেই এভারগ্রিন পার্সোনালিটি। ছেচল্লিশ বছর বয়সেও রচনা একইরকম চার্মিং এবং সুন্দরী। রচনা অভিনয়ের পাশাপাশি একজন দক্ষ নৃত্যশিল্পীও। প্রায়ই তিনি ইন্সটাগ্রামে (instagram) নিজের ডান্স ভিডিও (dance video) শেয়ার করেন। সম্প্রতি তিনি ‘হায় গর্মি’ গানের সঙ্গে নিজের ডান্স ভিডিও শেয়ার করলেন। রচনা ভিডিওটি শেয়ার করতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। শনিবার শীতের সন্ধ্যায় ‘বনফায়ার’ পার্টি করেছেন রচনা। সেখানে এই ডান্স ভিডিও বানিয়েছেন তিনি। রচনার পরনে ছিল কালারফুল পুলওভার এবং জিনস। নেটিজেনরা রচনার নৃত্যশৈলীর প্রশংসা করেছেন।
রচনা নিজের ছেলের মধ্যেই খুঁজে পান নিজের পৃথিবী। সম্প্রতি রচনা তাঁর ছেলেকে নিয়ে বড়দিনের ছুটি কাটাতে গিয়েছিলেন ইবিজা ফার্ম রিসর্ট অ্যান্ড স্পা-তে। সেখানে গিয়ে শীতের রোদে জমিয়ে ক্রিকেট খেললেন মা ও ছেলে। সেই ছবিগুলি ইন্সটাগ্রামে শেয়ার করে রচনা বলেছেন, তাঁর ছেলেই তাঁর সবকিছু। ছবিতে রচনার পরনে রয়েছে মভ কালারের ট্র্যাক সুট ও চোখে সানগ্লাস। রচনার ছেলের পরনে রয়েছে কালো রঙের জিনস এবং নীল টি-শার্ট এবং হাতে ক্রিকেট ব্যাট। রচনার শেয়ার করা ছবিগুলি ভাইরাল হয়েছে। নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছে মা ও ছেলের মিষ্টি ছবিগুলি।
রচনা মূলত ঘরে ঘরে ‘দিদি নং 1’ শোয়ের দৌলতে বেশি পরিচিত। একসময় অভিনেত্রী হিসাবে প্রশংসিত হলেও টেলিভিশনের পর্দায় তাঁর উপস্থিতি ‘দিদি নং 1’- এর টিআরপি বাড়িয়ে দিয়েছে। রচনার পরিবর্তে একবার দেবশ্রী রায়কে শোয়ের সঞ্চালক হিসেবে আনা হলেও দর্শকদের মন ছুঁতে পারেননি দেবশ্রী। তাই রচনাকেই আবার এই শো-তে ফিরিয়ে আনা হয়।
রচনার জনপ্রিয়তার আরেকটি কারণ হলো তাঁর মানবিকতা। টলিউডের বহু দুঃস্থ শিল্পীকে সাহায্য করেন রচনা।ব্যক্তি রচনা ভালোবাসেন গাছ লাগাতে,বেড়াতে যেতে,নিজের ছেলেকে নিয়ে জমিয়ে সংসার করতে এবং জীবনকে ইতিবাচক ভঙ্গিতে এগিয়ে নিয়ে যেতে। আক্ষরিক অর্থেই রচনা ‘দিদি নং 1’।