Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

VIDEO: বোতলের জল নিজের গায়ে ঢেলে মাচা অনুষ্ঠানে দর্শকদের মাতিয়ে দিলেন রচনা তিওয়ারি, ভাইরাল ভিডিও

Updated :  Monday, July 15, 2024 10:09 AM

ইন্টারনেটের যুগে ডিজিটাল মাধ্য মের ছোঁয়া পেয়েছে ভারতের প্রতিটি কোনা। সারা ভারতের মানুষ এখন মোবাইলেই বেশি সময় কাটান। বলিউড, টলিউডের পাশাপাশি ভোজপুরী ও হরিয়ানভি ফিল্ম ইন্ডাস্ট্রিও এখন জনপ্রিয়তার শিখরে। গান ও ছবির পাশাপাশি এই দুই ভাষার নাচও এখন বেশ জনপ্রিয়। মিউজিক ভরা এইসব নাচের ভিডিও দেখা যায় বাংলার আনাচে কানাচেও। পিকনিক, পানশালা, হোটেল, রেস্তোরাঁ, এমনকি সেলুনেও শোনা যায় এইসব গান। মশলাদার লিরিক্স, দারুণ বিট আর যৌবন উজ্জ্বল ভিডিও – এইসবের কাছে মানুষের টান অনেক বেশি। এই জনপ্রিয়তার তালিকায় এখন যুক্ত হয়েছে হরিয়ানভি নৃত্যশিল্পী রচনা তিওয়ারি। ‘কোয়ি নায়ি সি বোতাল লা’ গানের তালে তাঁর নাচের একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। হরিয়ানভি সংস্কৃতি ও নৃত্যের জনপ্রিয়তা ছড়িয়ে দিতে রচনা তিওয়ারির এই ভিডিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।

ভিডিওতে কী রয়েছে?

এই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ম্যাচ শোতে ‘কোয়ি নায়ি সি বোতাল লা’ গানের তালে নাচছেন রচনা তিওয়ারি। পরনে তাঁর একটি ডিপনেক টাইট সালোয়ার কামিজ এবং গলায় ওড়না। নাচের শুরুতেই তিনি নিজের শরীরে এক বোতল জল ঢেলে ভিজিয়ে দেন। এরপর যেন ত্বপ্ত যৌবনের আগুনে নিজেকে ও ভক্তদেরও ভিজিয়ে দেন তিনি। খোলা মঞ্চে তাঁর সাহসী স্টেপ এবং মুখের অভিব্যক্তি দর্শকদের মন কেড়ে নেয়।

ভিডিওটির জনপ্রিয়তা ব্যাপক

‘চান্দা ভিডিও’ নামক একটি জনপ্রিয় হরিয়ানভি চ্যানেল থেকে পোস্ট করা হয়েছে এই ভিডিওটি। ফতেহপুরের একটি স্টেজ শোয়ের বলে জানা যাচ্ছে এর উৎস। ইতিমধ্যেই এই ভিডিওটি দেখেছেন ৪৫ লক্ষেরও বেশি মানুষ। হাজার হাজার লাইক ও কমেন্ট এসেছে ভিডিওতে। এককথায়, ইউটিউবের ট্রেন্ডিং ভিডিওর তালিকায় জায়গা করে নিয়েছে রচনা তিওয়ারির এই নাচের ভিডিও।