মঞ্চে বেসুরো গান করে চর্চায় রচনা ব্যানার্জি, ট্রোলের বন্যা বইয়ে দিলেন নেট নাগরিকরা

বহুদিন ধরেই টলি ইন্ডাস্ট্রির সাথে যুক্ত রয়েছেন অভিনেত্রী রচনা ব্যনার্জি। একসময়ে বাংলা দর্শকদের হিট সিনেমা উপহার দিয়েছেন। শুধু বাংলা না হিন্দি আর দক্ষিণী ইন্ড্রাস্টিতে চুটিয়ে অভিনয় করেছেন তিনি। এখন অভিনয়…

Avatar

বহুদিন ধরেই টলি ইন্ডাস্ট্রির সাথে যুক্ত রয়েছেন অভিনেত্রী রচনা ব্যনার্জি। একসময়ে বাংলা দর্শকদের হিট সিনেমা উপহার দিয়েছেন। শুধু বাংলা না হিন্দি আর দক্ষিণী ইন্ড্রাস্টিতে চুটিয়ে অভিনয় করেছেন তিনি। এখন অভিনয় না করলেও টেলিভিশনে প্রতিদিন দর্শকের সাথে সুসম্পর্ক স্থাপন করেছেন। ‘দিদি নং ওয়ান′ দিয়ে রচনা ব্যানার্জি হয়ে উঠেছেন সকলের প্রিয় দিদি। টানা ১০ বছরের বেশি সময় ধরে রচনা এই শোয়ের সঞ্চালনা করছেন। এই শোয়ের মাধ্যমে তিনি বহু মহিলার আদর্শ হয়েছেন।

তবে এখন আর লাইট ক্যামেরা অ্যাকশন দুনিয়াতে দেখা মেলে না এই অভিনেত্রীর। তিনি রিয়েলিটি শোতেই নিজেকে সীমাবন্ধ রেখেছেন। তবে যাইহোক তাঁর জনপ্রিয়তাতে একফোঁটা আঁচ পড়েনি। তিনি এখন সোশ্যাল মিডিয়াতে রাজ করছেন। পাশাপশি শহরাঞ্চলে তো বটেই, গ্রামে গঞ্জে রচনার জনপ্রিয়তা এখনো আকাশছোঁয়া। সম্প্রতি তো আবার একটি অনুষ্ঠানে রচনার ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। নীল প্যান্ট সাদা টপের সঙ্গে সোয়েটার পরে দেখা মিলেছে রচনার। এই শোতে গানে গলা মেলাতে শোনা গেছে অভিনেত্রীকে।

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, সুপারহিট গান ‘ঝুম ঝুম ঝুম বাবা’ গানে মঞ্চ মাতলেন তিনি। সঙ্গে ছিলেন একজন পুরুষ গায়ক। তবে রচনাকে গান করা নিয়ে বর্তমানে ট্রোল হতে হচ্ছে। কেউ বললেন, গান না জানলে গাওয়ার দরকার কী। আবার কেউ বললেন, কানে হাত দিতে হচ্ছে গান শুনে। অনেকে আবার প্রশংসাও করেছেন রচনার। তাঁর পাশে দাঁড়িয়েছেন অনুরাগীরা। আপনিও এই বিতর্কিত ভিডিও দেখতে চাইলে, এখানেই দেখে নিন।