Rachna Tiwari: স্বপ্নার জনপ্রিয়তা শেষ করলেন রচনা তিওয়ারি, মঞ্চের উপর এমন নেচে সকলকে মাত করলেন শিল্পী

হরিয়ানভি জগতের উঠতি শিল্পীদের মধ্যে সবথেকে জনপ্রিয় হলেন রচনা তিওয়ারি। এখনকার দিনে হরিয়ানভি নৃত্য জগতে তার একটা আলাদা জনপ্রিয়তা তৈরি হয়ে গিয়েছে। এতদিন পর্যন্ত এই জগতে সবথেকে বড় শিল্পী ছিলেন…

Avatar

হরিয়ানভি জগতের উঠতি শিল্পীদের মধ্যে সবথেকে জনপ্রিয় হলেন রচনা তিওয়ারি। এখনকার দিনে হরিয়ানভি নৃত্য জগতে তার একটা আলাদা জনপ্রিয়তা তৈরি হয়ে গিয়েছে। এতদিন পর্যন্ত এই জগতে সবথেকে বড় শিল্পী ছিলেন স্বপ্না চৌধুরী। কিন্তু এখন সেই রেকর্ড ভাঙতে চলেছে বলেই মনে হচ্ছে। ইতিমধ্যেই রচনা তিওয়ারি বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তার নাচের মাধ্যমে। তার প্রতিটি নাচের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক জনপ্রিয়তা পেয়ে থাকে। তিনি সকলের মন জয় করার জন্য সম্প্রতি এমন একটা কাজ করেছেন, যার জন্য তিনি সব জায়গা থেকে বাহবা কুড়াতে শুরু করেছেন। হরিয়ানভি বিশ্বে নিজের একটা আলাদা নাম তৈরি করেছেন তিনি। রচনা তিওয়ারই মঞ্চে এলে এখন তার ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করেন তার জন্য। সম্প্রতি সেরকমই একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে হয়েছে জনপ্রিয়।

এখানে দেখা যাচ্ছে রচনা একটি মঞ্চের উপরে নাচ করতে এসেছেন। সেখানে বহু ভক্ত তাকে ঘিরে বসে রয়েছেন এবং তার দিকে নোট বর্ষণ করে চলে যাচ্ছেন। এটাই প্রমাণ করে দেয় রচনার জনপ্রিয়তা ঠিক কতটা। এই ভিডিওতে তাকে দেখা যাচ্ছে একটি অত্যন্ত টাইট পোশাক পরে মঞ্চের উপর দাঁড়িয়ে নাচ করতে। রচনা তিওয়ারি এখন হরিয়ানভি জগতের অন্যতম একজন শিল্পী হয়ে উঠেছেন তার এই নাচের কারণে। তার এই দুর্দান্ত কার্ভ যদি আপনি না দেখে থাকেন তাহলে হয়তো আপনি অনেক কিছু মিস করছেন। এই ভিডিওটা মানুষকে রীতিমতো পাগল করে তুলেছে।

এই নাচের জন্য তার উপরে বহু মানুষ টাকা ছুঁড়তে শুরু করেছেন। এই ভিডিওটি ইউটিউবে জনপ্রিয় হয়েছেন। আপনি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন রচনা তার কোমর দোলাচ্ছেন এবং তরুণ থেকে শুরু করে বৃদ্ধরা পর্যন্ত এই দুরন্ত নাচের তালে তালে নাচ করছেন। এই ভিডিওগুলি ইউটিউবে বেশ জনপ্রিয়তা পেয়ে থাকে। আপনাদের জানিয়ে রাখি, অন্যান্য ভিডিওর মত এটাও কিন্তু ইউটিউবে অত্যন্ত জনপ্রিয় হয়েছে।

About Author