Rachana Tiwari: আঁটসাঁট স্যুটে বিপর্যয় সৃষ্টি করলেন রচনা তিওয়ারি, ভিডিও দেখে বৃদ্ধরাও বলছেন ‘ওয়াও’

ডিজিটাল এই যুগে সোশ্যাল মিডিয়ায় যে জিনিসটি সবচেয়ে বেশি ভাইরাল হচ্ছে, সেটি হলো ভারতীয় যুবতীদের উত্তপ্ত ডান্সের ভিডিও। সোশ্যাল মিডিয়ার সহজলভ্যতার কারণে বর্তমানে প্রত্যেকেই নাম লিখিয়েছেন ভাইরাল হওয়ার প্রতিযোগিতায়। তবে…

Avatar

ডিজিটাল এই যুগে সোশ্যাল মিডিয়ায় যে জিনিসটি সবচেয়ে বেশি ভাইরাল হচ্ছে, সেটি হলো ভারতীয় যুবতীদের উত্তপ্ত ডান্সের ভিডিও। সোশ্যাল মিডিয়ার সহজলভ্যতার কারণে বর্তমানে প্রত্যেকেই নাম লিখিয়েছেন ভাইরাল হওয়ার প্রতিযোগিতায়। তবে অন্যান্য প্রতিযোগীদের তুলনায় যারা সাহসী পারফরমেন্স করেন তাদের ভিডিও ভাইরাল হয় মুহূর্তের মধ্যে। আপনারা জানলে অবাক হবেন, সাহসী ডান্সের ভিডিওগুলি মুহূর্তের মধ্যে কয়েক লক্ষ পর্যন্ত ভিউ অর্জন করে নেয়।

উল্লেখ্য, আমরা যদি সোশ্যাল মিডিয়ায় সাহসী ডান্সের কথা বলি, তবে বিগত এক দশকেরও বেশি সময় ধরে চরম আধিপত্য দেখাচ্ছেন হরিয়ানভি নৃত্যশিল্পীরা। স্বপ্না চৌধুরীর পাশাপাশি সুনিতা বেবী, রচনা তিওয়ারির মত সাহসী ডান্সারা চরম সাহসিকতা দেখিয়ে রাতের ঘুম উড়িয়ে দিচ্ছেন তরুণদের। আপনারা জানলে অবাক হবেন, হরিয়ানভি নৃত্যশিল্পীদের সাহসী ডান্সের ভিডিওগুলি মুহূর্তের মধ্যে ট্রেন্ডে পরিণত হয় মিডিয়া পাড়ায়।

তবে হরিয়ানাভি ডান্সের ক্ষেত্রে বিগত কয়েক বছরের স্বপ্না চৌধুরীকে খোলা স্টেজে টেক্কা দিয়েছেন সেক্সি ডান্সার রচনা তিওয়ারি। খোলা স্টেজে বোতল ডান্স থেকে শুরু করে শরীরের নরম অঙ্গ ঝাঁকানো, সব ক্ষেত্রেই পারদর্শিতা দেখিয়েছেন এই নৃত্যশিল্পী। আমরা আপনাদের বলি, রচনা তিওয়ারি তার সেক্সি ফিগার দিয়ে পাগল করে তুলেছেন ভক্তদের।

কয়েকদিন আগে ‘Sonotek Ragani’ ইউটিউব চ্যানেল থেকে রচনা তিওয়ারির ‘তাবাহি’ ভিডিওটি শেয়ার করা হয়েছে। যেখানে এই নৃত্যশিল্পীকে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। এই গানে রচনা তিওয়ারিকে টিইট হলুদ স্যুটে লাফিয়ে নিত্য পরিবেশন করতে দেখা গেছে। দেহের প্রত্যেকটি অঙ্গ দুলিয়ে উপস্থিত দর্শকদের উষ্ণতা প্রদান করতেও দেখা গেছে রচনা তিওয়ারিকে। দেখুন ভাইরাল ভিডিও-