Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ক্লান্ত হয়ে মাটিতে বসেই ঘুমিয়ে পড়লেন অভিনেত্রী রাধিকা আপ্তে, হাসির ঝড় নেট দুনিয়ায়

Updated :  Wednesday, January 27, 2021 6:38 PM

সম্প্রতি অভিনেত্রী রাধিকা আপ্তে (Radhika Apte) নিজের একটি মজাদার ভিডিও শেয়ার করেছেন ইন্সটাগ্রামে।  ভিডিওতে দেখা যাচ্ছে,  আকাশি রঙের গাউন পরে ফটোশুট করতে করতে ক্লান্ত হয়ে হঠাৎ মাটিতে বসে পড়লেন রাধিকা। মাটিতে বসে বসেই রাধিকা ঝিমোতে শুরু করলেন।  তারপর ঝিমুনি ভাঙতেই হেসে ফেললেন রাধিকা।  ভিডিওটি শেয়ার করে ক্যাপশন দিয়ে রাধিকা লিখেছেন, একটানা প্লেনে ট্র‍্যাভেল করে ক্লান্ত  ছিলেন তিনি।

স্বাস্থ্য-সচেতন রাধিকা লকডাউনের সময় বাড়িতেই কাটিয়েছিলেন। শুধুমাত্র একদিন তাঁকে দেখা গিয়েছিল বেসিক হেলথ চেক-আপের জন্য ডাক্তারের চেম্বারে যেতে।  পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই মুম্বই ফিরে কাজে যোগ দিয়েছেন রাধিকা।

নওয়াজউদ্দিন সিদ্দিকী (Nawazuddin Siddiqui)-এর মতো অনেক অভিনেতার ‘সিক্রেট ক্রাশ’ রাধিকার সঙ্গে অভিনেতা তুষার কাপুর (Tushar kapoor)-এর সম্পর্ক নিয়ে জল্পনা ছিল একসময়। কিন্তু পরবর্তীকালে তুষার ও রাধিকা দুজনেই তা গুজব বলে উড়িয়ে দেন।  কেরিয়ারকে প্রাধান্য দিয়েছেন রাধিকা। অনিরুদ্ধ রায়চৌধুরী (Anirudhdha Roychowdhury)  পরিচালিত বাংলা ফিল্ম ‘অন্তহীন’-এর মাধ্যমে অভিনয়জগতে পা রেখেছিলেন রাধিকা। ফিল্মে ‘যাও পাখি’ গানে রাধিকার এক্সপ্রেশন দর্শকদের নজর কেড়ে নিয়েছিল।  এরপর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। ‘প‍্যাড ম্যান’, ‘মানঝি’, ‘পার্চড’-এর মতো ফিল্ম বলিউডে রাধিকার কেরিয়ারে নতুন মাত্রা যোগ করেছে। ‘মিটু’ মুভমেন্টেও রাধিকার পূর্ণ সমর্থন ছিল। তিনি নিজেও এগিয়ে এসে  জানিয়েছেন সেক্সুয়াল হ্যারাসমেন্টের কথা।