Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ফ্রান্স থেকে ভারতের উদ্দেশ্যে আসছে ৫টি যুদ্ধবিমান রাফাল, দেখুন ভাইরাল ভিডিও

Updated :  Monday, July 27, 2020 1:27 PM

ভারত ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে ফ্রান্সের সাথে ৩৬ টি রাফাল বিমানের চুক্তি করেছিল। প্রায় ৫৯ হাজার কোটি টাকার চুক্তি ছিল। এবার সেই চুক্তি অনুযায়ী সোমবার ফ্রান্সের এয়ারবাস থেকে ৫ টি রাফাল বিমান উড়ে গেল ভারতের উদ্দেশ্যে, আর সেই ভিডিও এখন ভাইরাল। এই বিমানগুলোকে ভারতীয় বায়ুসেনার পাইলটরাই ৭ হাজার ৩৬৪ কিমি দূরত্ব অতিক্রম করে নিয়ে আসছে।

সূত্র অনুযায়ী, ফ্রান্স এয়ারবেস থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়ে UAE-র দফার এয়ারবেসে জ্বালানি নিয়ে এবং সমস্ত টেকনিক্যাল পরীক্ষা করার পর আবার ভারতের উদ্দেশ্যে রওনা দেবে। সূত্র মারফত এটাও  জানা গেছে যে ৩৬ টির মধ্যে প্রথম ধাপে ১০ টি রাফাল বিমান দেওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারীর জন্য তা আর সম্ভব হয়নি। তাই এখন ৫ টি রাফাল বিমান তুলে দিচ্ছে ফ্রান্স।

চীনের সাথে এই সংঘাতের আবহে রাফাল বিমানগুলি খুব জরুরি। ২ জুন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রীর সাথে কথা বলেছিলেন। সঠিক সময়ে ভারতে এই বিমানগুলি চলে আসবে বলে কথা দিয়েছিলেন ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী।