Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভিড় ট্রেনে অবিকল রফির গলার গেয়ে উঠলেন এক ব্যক্তি, মুহুর্তের মধ্যে ভাইরাল ভিডিও

কৌশিক পোল্ল্যে: আমাদের নিত্যজীবনে পথ চলতে গিয়ে বহু অবাক করা ঘটনার সম্মুখীন হতে হয়। পথে ঘাটে কিংবা বাসে ট্রেনে ক্যামেরাবন্দি হওয়া ভিডিওগুলি প্রতিভার নিমিত্তে ভাইরাল হয়। অনেক সুপ্ত প্রতিভা কালের…

Avatar

কৌশিক পোল্ল্যে: আমাদের নিত্যজীবনে পথ চলতে গিয়ে বহু অবাক করা ঘটনার সম্মুখীন হতে হয়। পথে ঘাটে কিংবা বাসে ট্রেনে ক্যামেরাবন্দি হওয়া ভিডিওগুলি প্রতিভার নিমিত্তে ভাইরাল হয়। অনেক সুপ্ত প্রতিভা কালের স্রোতে হারিয়ে যায় আবার এই ইন্টারনেটের যুগে সোশালে ফেমাস হবার তকমা পেয়ে যান অনেকেই। তবে গান গাওয়ার প্রতিভা বরাবরই বেশ ভালোরকম লাইমলাইট ছিনিয়ে নিতে সক্ষম। আবারো সেরকম একটি ভিডিও সামনে এল।

ভিডিয়োতে একটি ভিড় ট্রেনে গান করছেন এক ভদ্রলোক। তাও আবার যেমন তেমন গান নয়, সুরসম্রাট মহম্মদ রফির সেই বিখ্যাত গান ‘ক্যা হুয়া তেরা ওয়াদা’। গান শুনলে মনে হবে যেন রফি সাহেব নিজেই গান করছেন সকন্ঠে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : দুর্ধষ ভঙ্গিমায় তুমুল নাচলেন এই দুই তরুনী, দেখুন ভাইরাল ভিডিও

ভিডিওটি ঘুরছে ফেসবুকের বিভিন্ন পেজ থেকে গ্রুপে। আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই তুমুল শেয়ারের মাত্রা ছাড়িয়েছে এই পোস্ট। কমেন্টবক্সে আবেদন আসছে নতুন গানের জন্য। গান শুনে সকলেই প্রশংসায় পঞ্চমুখ। অবাক করা এই দুর্দান্ত গানের গলা সকর্নে শুনে নিন। নীচে রইল ভিডিও, আপনার শোনার অপেক্ষায়।

[ এই মানুষটির নাম – অজিৎ কুমার ঝাঁ ]

About Author