Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ফের একবার মোদীকে এই ভাষায় আক্রমন করলেন রাহুল! তোলপাড় রাজনৈতিক মহল

বৃহস্পতিবার কংগ্রেসের পূর্ব সভাপতি রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাষ্ট্র পরিচালিত সংস্থাগুলির বেসরকারিকরণ নিয়ে আক্রমণ করলেন। রাহুল গান্ধী হিন্দিতে টুইট করে লেখেন, “#Bechendramodi দেশের পিএসইউগুলি তার স্যুট বুট পরিহিত বন্ধুদের…

Avatar

বৃহস্পতিবার কংগ্রেসের পূর্ব সভাপতি রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাষ্ট্র পরিচালিত সংস্থাগুলির বেসরকারিকরণ নিয়ে আক্রমণ করলেন।

রাহুল গান্ধী হিন্দিতে টুইট করে লেখেন, “#Bechendramodi দেশের পিএসইউগুলি তার স্যুট বুট পরিহিত বন্ধুদের বিক্রি করছে, যা দেশের বেশ কয়েক বছরের কঠোর পরিশ্রমে নির্মাণ হয়েছে। এটি লক্ষ লক্ষ পিএসইউ কর্মীদের জন্য অনিশ্চয়তা ও ভয়ের মুহুর্ত। এই লুটপাটের বিরুদ্ধে আমি ওই শ্রমিকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছি।”

হরিয়ানা ও মহারাষ্ট্রের রাজ্য নির্বাচনের আগে রাহুল গান্ধী সরকার এবং প্রধানমন্ত্রী মোদীর উপর আক্রমণ তীব্র করেছেন। মঙ্গলবার তিনি বলেন, “মোদী হলেন আদানি ও আম্বানির লাউডস্পিকার। একদম পিকপকেটের মতো যারা চুরি করার আগে লোককে বিভ্রান্ত করে, তার একমাত্র কাজ আপনার দৃষ্টি আকর্ষণ করা যাতে তিনি শিল্পপতি বাছাই করার জন্য আপনার অর্থ পাস করতে পারেন।”

এছাড়াও বিভিন্ন বিষয়ে বিজেপি ও মোদীকে আক্রমণ করেন তিনি। লোকসভা ভোটে পরাজয়ের পর আবার আক্রমণাত্মক মেজাজে রাহুল।

About Author