Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

প্রিয়াঙ্কা নয়, রাহুলের ‘প্রিয়’ সন্দিপ্তাই! প্রকাশ্যে স্বীকার

Updated :  Friday, June 25, 2021 1:52 PM

এই তো কিছু দিন আগের কথা, অভিনেতা রাহুল প্রিয়াঙ্কার সাথে একটি সুন্দর মুহূর্ত সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছিলেন। দীর্ঘ অভিমানের পরে ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির একটি সুন্দর মুহূর্ত পোস্ট করে লিখেছেন, ‘জুটিতে দু’টিতে’। এরপরই অনুরাগীদের প্রশ্ন তবে কি আবার মিল হতে চলেছে রাহুল-প্রিয়াঙ্কার? তবে এই সব এখন অতীত৷

রাহুল আর প্রিয়াঙ্কার সাথে নয়। অভিনেত্রী সন্দীপ্তার সাথে কাটানো এক বিশেষ মুহূর্ত শেয়ার করেছেন। আর সাথে একটি বাক্য খরচ করেছেন। লিখেছেন,’ফেভারিট’ যার বাংলা অর্থ প্রিয়। স্টার জলসাতে ‘তুমি আসবে বলে’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছেন রাহুল–সন্দীপ্তা। শুধু এই ধারাবাহিক নয়, সান বাংলাতে ‘আয় খুকু আয়’ ধারাবাহিকে অভিনয় করেছেন এই জুটি। তবে প্রথম ধারাবাহিক থেকে এদের গাড় বন্ধুত্ব তৈরী হয়। এই ধারাবাহিক চলাকালীনই তাঁদের সম্পর্ক নিয়ে নানান গুঞ্জন শুরু হয়েছিল। এমনকি রাহুল এবং প্রিয়াঙ্কার দাম্পত্য সম্পর্কে নানান ভাঙনের কারণ হিসেবে সন্দীপ্তাকে দায়ী করেছেন।

রাহুল যে ছবিটি শেয়ার করেছেন সেটি সন্দীপ্তার সাথে একই স্ক্রিন শেয়ারের ছবি। আর এই ছবি শেয়ারের সাথে আবারো সোশ্যাল ইউজারের আলোচনায় উঠে এসেছে। এই পরিস্থিতিতে সোশ্যাল ওয়ালে সন্দীপ্তার সঙ্গে ছবি দিয়ে প্রিয় লেখায় দুই বন্ধুকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে। এর আগেও টলিপাড়ায় বিভিন্ন অনুষ্ঠানে রাহুল-সন্দীপ্তা একসঙ্গে উপস্থিত হয়েছেন। ঘরোয়া আড্ডা হোক কিংবা লকডাউনে আড্ডা বা বন্ধুর বিয়ে সবেতেই জুটি হিসেবে হাজির ছিলেন রাহুল আর সন্দীপ্তা। তবে এরা প্রেম করছেন বলেননি বরং বারংবার বলেছেন দুজনেই খুব ভালো বন্ধু। শুধুই দুজন ভালো বন্ধু নাকি, তার থেকে বেশি কিছু তা নিয়ে এখনো টলিপাড়াতে নানান জল্পনা চলে।

রাহুল কিন্তু কাজের ছবি শেয়ার করেছেন। ফলে এই কাজ তাঁর প্রিয়, এমনও মনে করছেন অনুরাগীদের একাংশ। যদিও এ নিয়ে প্রকাশ্যে আর কোনও ব্যখ্যা দেননি অভিনেতা। সন্দীপ্তাও ও কোনো কমেন্টস করেনি তবে এই ছবি বেশ ভালোই ভাইরাল নেট দুনিয়াতে।